ঢাকার ব্যস্ততা পেছনে ফেলে এখন তিনি ফিরে গেছেন আপন ঠিকানায়। খুলনার খালিশপুরে। যেখানে তার বেড়ে উঠা। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে বল হাতে জাদু দেখিয়ে মেহদী হাসান মিরাজ এখন রীতিমতো বড় তারকা। তবে সেই তারকা খ্যাতি ভুল সোমবার রাতেই মিশে গেলেন বন্ধুদের সঙ্গে। চুটিয়ে আড্ডা দিলেন ২ টেস্টে ১৯ উইকেট নেয়া এই বোলার।
খুলনার খালিশপুরের হাউজিং স্টেটের বিআইডিসি রোডের নর্থ জোন বি ব্লকের ৭ নং প্লটে ভাড়া বাড়িতেই এখনো থাকছে মিরাজের পরিবার। সেখানে শুভেচ্ছা জানাতেও আসছেন অনেকে। মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হচ্ছে সবাইকে।
বাবা জালাল হোসেন মহাখুশি। ছেলের এমন নৈপুন্যে মা গৃহিণী মিনারা বেগমও তৃপ্তির হাসি দিয়ে সবাইকে আপ্যায়ন করছেন। একমাত্র বোন রুমানা আক্তার মিম্মা থাকছে ভাইয়ের পাশে।
বাবা ও বোনের সঙ্গে ছবিও তুলছেন মিরাজ। জানা গেল মঙ্গলবারই ঢাকা ফিরে আসবেন টেস্ট ক্রিকেটের এই নতুন বিস্ময়। সিরিজসেরা ক্রিকেটারটির মিশন এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ৪ নভেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে রাজশাহী কিংসের হয়ে খেলবেন মিরাজ।
Discussion about this post