শৈশবের দুরন্তপনার এখনো ছুঁয়ে যায় তাকে। কিন্তু অন্যসব বন্ধুর মতো সময় কোথায় তার। ক্রিকেট নিয়েই তো যতো ব্যস্ততা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক তিনি। এইতো কিছুদিন আগে আইসিসি যুব বিশ্বকাপে ঝড় তুললেন। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা। তার হাত ধরেই বাংলাদেশ পায় তৃতীয়স্থান।
সেই ব্যস্ততা শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ গেলেন ছুটিতে। দুই সপ্তাহের জন্য চলে গেছেন খালিশপুরে নিজের সেই চিরচেনা গ্রামে। ছোটবেলার বন্ধুদের সঙ্গে সময়টাও বেশ কাটছে তার। ছুটে বেড়াচ্ছেন।
এইতো গত রোববার মিরাজকেদেখা গেল অন্য চেহারায়। বন্ধুদের সঙ্গে জাল নিয়ে রীতিমতো মাছ ধরতে নেমে পড়লেন। কিছু মাছও ধরে ফেললেন চটজলদি। বোঝা গেল মাছ ধরাতেও বেশ দক্ষ তিনি। মাছ ধরে সেই ছবিটা ফ্রেম বন্ধী করে রাখলেন মিরাজ। পরে ফেসবুকে সবার সঙ্গে শেয়ার করলেন।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মিরাজ ২৪২ রান আর ১২ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার।
Discussion about this post