আসলেন, দেখলেন এবং জয় করলেন। এই প্রবাদটা মনে করিয়ে দিলেন মেহদী হাসান মিরাজ। এ বছরই খেলেছেন বয়সভিত্তিক ক্রিকেটে। সেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিয়েছেন। তখনই নজরে পড়েছিলেন এই অলরাউন্ডার। কিন্তু ১৮ বছর বয়সে তাকে জাতীয় দলে জায়গা দেয়া যায় কীনা তা নিয়ে চলছিল ঢের আলোচনা। কিন্তু সুযোগ পেয়েই বল হাতে ম্যাজিক দেখালেন খুলনার এই তরুন। তুলে নিলেন ৫ উইকেট। এরই পথ ধরে দিনটাও হয়ে যায় টাইগারদের।
এনিয়ে ৭ বাংলাদেশি বোলার অভিষেকে পেলেন ৫ উইকেট। তবে বয়সের দিক থেকে মিরাজ সবাইকে পেছনে ফেললেন। বৃহস্পতিবার অভিষেকের সময় এই ডানহাতির বয়স ১৮ বছর ৩৬১ দিন। ২১ বছর ১০০ দিন ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন সোহাগ গাজী। ২১ বছর ১৬৩ দিন বয়সে ২০০১ সালে ৬ উইকেট নিয়েছিলেন মঞ্জুরুল ইসলাম।
বিশ্বরেকর্ডেও বেশ এগিয়ে আছেন তিনি। তার চেয়ে কম বয়সে অভিষেকে ৫ উইকেট নিয়েছেন মাত্র তিনজন। ১৮ বছর ১৯৩ দিন বয়সে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্স নেন ৭৯ রানে ৬ উইকেট। ১৮ বছর ২৩৫ দিন বয়সে অভিষেকে শহিদ আফ্রিদি নিয়েছিলেন ৫২ রানে ৫ উইকেট।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরাজ ফিরিয়েছেন ওপেনার বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালেন্স, মঈন আলি ও জনি বেয়ারেস্টকে।
এমন সাফল্যে উচ্ছ্বসিত মিরাজ বলেন, ‘৫ উইকেট পেয়ে আমি আনন্দিত। ভবিষ্যতে এই ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যেতে চাই।’
Discussion about this post