ইতিহাস গড়ার স্বস্তি নিয়ে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল উঠে গেল সেমিফাইনালে। প্রথমবারের মতো আইসিসির কোন টুর্নামেন্টের শেষ চারে উঠল টাইগাররা। তাইতো দারুণ উচ্ছসিত অধিনায়ক মেহদী হাসান মিরাজ। সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আসলে এমন জয়ের পর খুব ভালো লাগছে। আমরা প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে উঠছি। টুর্নামেন্ট শুরুর আগে আমাদের প্রথম পরিকল্পনাই ছিল সেমিফাইনাল খেলব ইনশাল্লাহ। আমাদের ভেতর বিশ্বাস ছিল। এজন্যই এটা করতে পেরেছি আমরা।’
দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন জাকির। তার ব্যাটে এবার দেখা গেল ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস। এই সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ অধিনায়ক মিরাজ। বললেন, ‘দেখুন জাকির অবিশ্বাস্য খেলেছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা, জাকির অনেক দিন পর রানে ফিরেই খুব ভালো ইনিংস খেলেছে। দলের জন্য প্রয়োজনীয় সময়ে এরকম একটা ইনিংস খেললো।’
অধিনায়ক হিসেবেও খেলাটা বেশ উপভোগ করলেন মেহদী হাসান মিরাজ। শুক্রবার ম্যাচ শেষে যেমনটা বললেন, ”অধিনায়ক হিসেবে আমি সবসময় দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। দল যেন সবসময় ভালো ফল করে এবং আমি যেন তাতে অবদান রাখি। আমি কখনোই চাপ নেই না। উপভোগ করি খেলাটা।”
Discussion about this post