ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে বুধবার সপ্তম রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পেল ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫৩ রানে হারিয়েছে তারা।
সংক্ষিপ্ত স্কোর-
সিসিএস: ৪৯.৪ ওভারে ২৫৯ (পিনাক ৪২, রাজিন ৪২, সাইফ ৭৮, সালমান ৪১, উত্তম ২, অমিত ১, সাঈদ ১৭, নাসুম ১৫, মেহরাব ৪, নবি ১, শাওন ১*; কামরুল ৪/৫৪, ডলার ০/১৯, এনামুল ০/৩৩, চতুরঙ্গা ৪/৪৭, শুভ ২/৫৪, আল আমিন ০/৪৭)।
ভিক্টোরিয়া: ৩১.১ ওভারে ১৯৯ (লক্ষ্য ৩৫ ওভারে ২৫৩) (মজিদ ৩৯, শুভ ১৬, মুমিনুল ১৪, আল আমিন ২, নাদিফ ৫০, চতুরঙ্গা ০, ধিমান ১০, জুবায়ের ২২, এনামুল ৩, ডলার ২৯, কামরুল ৪*; মেহরাব ০/২৭, সাইফ ১/৪৮, শাওন ৪/১৫, উত্তম ০/১১, নাসুম ২/৩৬, সাঈদ ১/১৭, রাজিন ১/২৭, সালমান ১/১৭)।
ফল: সিসিএস ৫৩ রানে জয়ী
ম্যাচসেরা: সালেহ আহমেদ শাওন গাজী।
################
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে অলআউট হয়ে ২৬২ রান তুলে ব্রাদার্স। জবাবে ৪ বল বাকি থাকতে ২৫৩ রানে অলআউট কলাবাগান। ৯ রানে হারে মাশরাফি বিন মর্তুজার দল।
সংক্ষিপ্ত স্কোর-
ব্রাদার্স ইউনিয়ন: ৪৯.৩ ওভারে ২৬২ (শাহরিয়ার ১৫, ইমরুল ৬৭, তুষার ৭৭, মিলিন্দ ২৭, জাকির ২, রুমান ৫, সাদিকুর ২২, নূর আলম ২৩, সঞ্জিত ৯, আরিফ ৬, নাবিল ০*; সাব্বির ২/১৮, শরীফউল্লাহ ২/২৮, মাসাকাদজা ২/৪৩, রাজ্জাক ২/৫৬)
কলাবাগান ক্রীড়া চক্র: (সাদমান ৩০, জসিম ৩০, মাসাকাদজা ১১১, তাসামুল ৪৫, মেহরাব জুনিয়র ৬, মাশরাফি ২, শরীফউল্লাহ ৬, তানভীর ১, রাজ্জাক ৪, সাব্বির ০, শাহবাজ ০*; নাবিল ৪/৪৭, সাদিকুর ২/২৩, মিলিন্দ ১/২৭, আসিফ ১/৪১, তুষার ১/৪৪)
ফল: ব্রাদার্স ইউনিয়ন ৯ রানে জয়ী।
ম্যাচসেরা: হ্যামিল্টন মাসাকাদজা।
###################
এদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জিততে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি গাজী গ্রুপ ক্রিকেটার্সের সামনে। তবে বৃষ্টির বাধায় বুধবার সেটি সম্ভব হয়নি। মিরপুরের শেরেবাংলায় ১৩১ বলে ৭ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ১১৩ রান দরকার ছিল তখনই আম্পায়াররা খেলা বন্ধ ঘোষণা করতে বাধ্য হন। ফলে ম্যাচ গড়ায় রিজার্ড ডেতে।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল: ৩৮ ওভারে ১৬৮/৯ (জয়রাজ ২৮, আব্দুল্লাহ ৬৯, মার্শাল ৬, মাহমুদউল্লাহ ৩০, জাবিদ ১৩, মুক্তার ০, সাদাত ০, সোহাগ ১৫*, ওয়াহিদুল ২, শফিউল ২; দেলোয়ার ০/২৮, সাঈদ আনোয়ার ২/২৭, শরিফ ৪/৪৩, মেহেদি ০/১০, অলক ০/২২, মইনুল ০/৩৩, মুস্তাফিজ ১/৫)।
গাজী গ্রুপ: ১৬.১ ওভারে ৮৩/৩ (এনামুল ৩৬*, শামসুর ১৯, মেহেদি ৫, সাঈদ আনোয়ার ৫, অলক ১৪*; শফিউল ০/২২, ০/২৬, সানি ২/১৩, ওয়াহিদুল ১/৮, মাহমুদউল্লাহ ০/১২)।
Discussion about this post