জাতীয় দলের হয়ে মাশরাফি বিন মর্তুজার মিশন আপাতত শেষ। টেস্ট থেকে অাগেই অবসর নিয়ছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হয়েছে। ১-২ এ হেরেছে দল। তবে গোটা সিরিজেই দুর্দান্ত খেলেছেন মাশরাফিরা। সবচেয়ে সফল এই অধিনায়কের চোখ এখন নিউজিল্যান্ড সিরিজে। যদিও তার আগে মুশফিকের নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামবে টাইগাররা।
তার আগে টাইগারদের রঙীন পোশাকের অধিনায়ক মনে করছেন, নিউজিল্যান্ড সফরই হবে আসল চ্যালেঞ্জ! ইতিহাস জানাচ্ছে মাশরাফি নেতৃত্বে আসার পর দেশের বাইরে এখন অব্দি কোনো দ্বি-পাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপ ও পরের বছর ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলেছে।
সবকিছু ঠিক থাকলে এই ডিসেম্বরেই পূর্ণাঙ্গ সফরে নিউজিল্যান্ড যাবে ম্যাশ-মুশফিকের দল। সেটি নিয়ে মাশরাফি বলছিলেন, সত্যি কথা বলতে কী আমাদের মূল চ্যালেঞ্জ নিউজিল্যান্ড থেকেই শুরু হবে। দেশে আমরা প্রায় ৯০ ভাগ সফল। এবার দেশের বাইরে সেই পরীক্ষাটা দিতে হবে।’
কিউইদের বিপক্ষে সফরের রেশ থাকতেই অবশ্য ভারত সফর নিয়ে পরিকল্পনা করতে হবে। নতুন বছরে পাশের দেশে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবে দল।
Discussion about this post