খবরটা বাতাসে উড়ছে বেশ কিছুদিন ধরেই। এমন কী মাশরাফি বিন মতুর্জাও তেমন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। অবশ্য বিশ্বকাপ খেলা আসা বাংলাদেশ অধিনায়ক সরাসরি এনিয়ে কিছু বলছেন না। বোর্ড কর্তারা চাইছেন আরো কিছুদিন রঙীন পোশাকে নেতৃত্বে থাকুন ম্যাশ। কেননা, তার বিকল্প যে এখনো তৈরি হয়নি।
এবার জানা গেল- দেশের মাটিতে একটি সিরিজ খেলে তবেই হয়তো অবসর নিতে পারেন মাশরাফি। সবকিছু ঠিকঠাক মতো এগিয়ে গেলে আসছে এপ্রিলেই বাংলাদেশের মাটিতে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এনিয়ে বিসিবি চেস্টা চালিয়ে যাচ্ছে। সেই সিরিজটা হলে ম্যাশ চেনা দর্শকদের সামনেই নাকি গুডবাই বলবেন।
আপাতত খবর টি-টুয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেবেন মাশরাফি। তবে মিডিয়ায় অবসরের খবরে বিরক্ত তিনি নিজেই! আবার নির্বাচকরাও আছেন ম্যাশের পাশে। এখন পুরোটাই নির্ভর করছে এই পেসারের ওপর। কিছুদিন আগেই বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন তারা আরো কিছুদিন মাশরাফিকে চাইছেন।
আর ম্যাশের ভক্তরাও এখন এমন দুঃসংবাদ শুনতে প্রস্তুত নয়। সবাই চাইছে আরো কিছুদিন খেলা ২০ ওভারের ক্রিকেট চালিয়ে যাবেন এই কিংবদন্তি ক্রিকেটার।
Discussion about this post