বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে নিজেকে সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিজেই বিসিবিকে অনুরোধ করেছিলেন তার নাম তালিকায় না রাখতে। ফলে আজ প্রকাশিত ২২ সদস্যের চুক্তিতে মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের নাম নেই।
এবার কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় পরিবর্তন এনে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে বিসিবি—‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’।
‘এ+’ ক্যাটাগরিতে আছেন একমাত্র পেসার তাসকিন আহমেদ, তার বেতন হবে ১০ লাখ টাকা মাসিক। ‘এ’ ক্যাটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ, তারা প্রতি মাসে ৮ লাখ টাকা বেতন পাবেন।
‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৬ লাখ টাকা করে। এখানে আছেন-মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ৪ লাখ টাকা করে পাবেন-তারা হলেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী।
‘ডি’ ক্যাটাগরির দুই ক্রিকেটার নাসুম আহমেদ ও খালেদ আহমেদ ২ লাখ টাকা করে মাসিক বেতন পাবেন।
ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মুশফিকুর রহিমকে ‘এ’ ক্যাটাগরি থেকে নামিয়ে আনা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে।
Discussion about this post