জয়ের ধারাতেই ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু সোমবার পা পিছলে গেল। লিস্ট ‘এ’ ক্রিকেটে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসানের প্রথম সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের কাছে ৬০ রানে হারল লিজেন্ডসরা।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে প্রাইম ব্যাংক। জবাবে ২৫ বল বাকি থাকতেই ২৩৯ রানে অলআউট হয়ে যায় রূপগঞ্জ।
হেরে গেলেও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সাত রাউন্ড শেষে ৪টি জয়, ২টি হার ও ১টি ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরেই রয়েছে রূপগঞ্জ। অন্যদিকে দারুণ জয় দিয়ে এক ধাপ এগিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে প্রাইম ব্যাংক।
এদিকে প্রিমিয়ার লিগের দিনের অন্য খেলায় মোহামডান স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। নাঈম ইসলামের সেঞ্চুরির পরও মোহামেডান তুলে মাত্র ১৮৮। তারপর ৬ উইকেটে জিতেছে দোলেশ্বর।
সোমবারের আরেক ম্যাচে টুর্নামেন্টে কলাবাগান ক্রিকেট একাডেমিকে প্রথম জয়ের দেখা পেল। তাদের কাছে ৩ উইকেটে হেরেছে আবাহনী
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৯৯/৯ (মারুফ ৭৫, ইয়াসির ২, সাব্বির ১১, নুরুল ১০৮, রানা ৪০, শুভাগত ১১, তাইবুর ২৫, রায়হান ১৪*, রুবেল ২, নাজমুল ৩, মনির ১*; নাহিদুল ২/৩৮, আলাউদ্দিন ২/৪৫, আসিফ ২/৪৯, মোশাররফ ২/৫২, সৌম্য ১/১৩)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৫.৫ ওভারে ২৩৯ (জালাজ ৫২, সৌম্য ১৭, মিজানুর ১, মিঠুন ৬, মোশাররফ ২৫, আসিফ ৪৭, নাহিদুল ২৮, আলাউদ্দিন ৪, সাজ্জাদুল ১৬, তাইজুল ৮, হায়দার ২১*; রানা ৪/৩৭, রুবেল ২/২৪, নাজমুল ২/৪৪, মনির ১/৫০, রায়হান ১/৫৩)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৬০ রানে জয়ী
ম্যাচসেরা: নুরুল হাসান।
Discussion about this post