সিনিয়রদের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সময়টাও ভাল যাচ্ছে না। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে আবারো হেরেছে দল। মঙ্গলবার সিলেটে সফরকারীদের ১৩৩ রানের জবাব দিতে গিয়ে মাত্র ৮৮ রানেই অলআউট দল। ৪৫ রানে ম্যাচ হেরেছে সাইফ হাসানের দল। একই সঙ্গে ৫ ম্যাচের সিরিজে ১-২ এ পেছনে পড়েছে। আগের ম্যাচে মাত্র ৭৫ রান করে অলআউট হয়েছিল যুবারা।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিংয়ে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা দুর্দান্ত খেলেছে। নাঈম হাসান ও সাইফ হাসানের দাপটে মাত্র ১৩৩ রানে অলআউট হয় আফগানরা। দলের অফ স্পিনার নাঈম হাসান ৩৮ রানে নিয়েছেন ৫ উইকেট। সাইফ হাসান নেন ৭ রানে ৩ উইকেট।
জবাব দিতে নেমে১১ রানে বাংলাদেশ হারায় ৬ উইকেট। এরপরই সপ্তম উইকেটে মাহিদুল ইসলাম ও নাঈম হাসানের ৭৫ রানের জুটি গড়েন। তবে শেষ পর্যন্ত ৮৮ রানেই শেষ দলের ইনিংস।৯.৩ ওভারে মাত্র ১৯ রানে ৭ উইকেট নেন আফগান পেসার আফগান পেসার মুজিব উর রহমান।এটি যুব ওয়ানডেতে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড। বাংলাদেশের বিপক্ষেই সেরা বোলিংয়ের রেকর্ড। ২০০৩ সালে ইরফান পাঠান ১৬ রানে নেন ৯ উইকেট। লাহোরে সেই ম্যাচে মাত্র ৩৪ রানে অলআউট হয়েছিল যুবারা।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৫ ওভারে ১৩৩ (গুরবাজ ৩, ইব্রাহিম ৯, তারিক ৮, মালিকজাই ১০, রসুল ২৩, ওয়াদাত ৫৩; হাসান ২/২৫, অনিক ০/২৫, আরাফাত ০/২০, নাঈম ৫/৩৮, আফিফ ০/১৪, সাইফ ৩/৭)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৩০.৩ ওভারে ৮৮ (সজিব ৬, পিনাক ১, সাইফ ০, হৃদয় ০, আফিফ ০, রাকিব ১, মাহিদুল ৪৩, নাঈম ৩০, অনিক ০, হাসান ০, আরাফাত ০*; নাভিন ১/৫, মুজিব ৭/১৯, জাজাই ০/২৫, কায়িস ২/২২, তারিক ০/১৬)।
ফল: আফগানিস্তান ৪৫ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল
ম্যাচসেরা: মুজিব-উর-রহমান
Discussion about this post