এশিয়া কাপে অংশ নিতে রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। আজ সকাল সোয়া ১০টার ফ্লাইটে দুবাইয়ের পথে যাত্রা করেন অধিনায়ক লিটন দাস। তার সঙ্গে ছিলেন সাইফ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান এবং কোচিং স্টাফদের কয়েকজন সদস্য। দুবাই পৌঁছে সেখান থেকে দল যাবে আবুধাবি। সন্ধ্যায় দ্বিতীয় বহরে যোগ দেবেন বাকি ক্রিকেটাররা।
দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমর্থকদের উদ্দেশে একটি পোস্ট দেন অধিনায়ক লিটন দাস। সেখানে তিনি লিখেছেন, দলের জন্য দোয়া চান তিনি। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ তাদের সর্বোচ্চটা উজাড় করে দেবে। লিটনের ভাষায়, তারা একবারে একটি করে ম্যাচ খেলবে, তবে চূড়ান্ত লক্ষ্য থাকবে ট্রফি জেতা। এই বক্তব্যে দলের আত্মবিশ্বাস যেমন প্রতিফলিত হয়েছে, তেমনি সমর্থকরাও পেয়েছেন অনুপ্রেরণা।
বাংলাদেশ এবারের এশিয়া কাপে খেলবে শক্তিশালী ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লিটনের দলের মিশন। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
এর আগে তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও ট্রফি জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। একবার টি-টোয়েন্টি ফরম্যাটেও ফাইনালে খেলেও শেষ পর্যন্ত আক্ষেপ থেকে গেছে। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল দারুণ ছন্দে আছে। শ্রীলঙ্কাকে তাদের মাঠে হারানোর পর ঘরের মাঠে পরপর সিরিজ জিতেছে পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। টানা তিন সিরিজ জয়ের এই ধারাই টাইগারদের বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।
Discussion about this post