সকালে কিছুটা দেরিতে যারা খেলা দেখতে বসেছিলেন, তারা নিশ্চিত করেই চমকে গেছেন। হতাশায় চুপসেও গেছেন নিশ্চয়ই টাইগার ক্রিকেটের ভক্তরা। ২৪ রানে যখন নেই ৫ উইকেট, তখন কী আর মন ভাল থাকে?
ঠিক এমনই ধ্বংসস্তুপে দাঁড়িয়ে স্বপ্ন দেখাই তো কঠিন। এর আগে ৪৩ রানে অলআউটের দুঃস্বপ্নও যে ছিল। কিন্তু এবার তেমন কিছু হলো না। ফিনিক্স পাখির মতো জেগে উঠল টাইগাররা। আরেকটু সরাসরি বলা যায় মুশফিকুর রহিম আর লিটন দাসের ব্যাটেই লেখা হলো রূপকথা।
এই দুই ব্যাটসম্যান ঢাকাতেই ৬৩ বছর আগে গড়া রেকর্ড ভেঙে দিলেন। মুশফিকুর রহিম ও লিটন দাস লিখলেন ইতিহাস! বর্তমানের বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৯৫৯ সালে পাকিস্তানের ওয়ালিস মাথিয়াস ও সুজাউদ্দিন গড়েন ৮৬ রানের জুটি। দলের ২২ রানে পঞ্চম উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুটি গড়েন তারা। তাদের পেছনে ফেললেন লিটন-মুশফিক!
এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে ডারবান টেস্টে দল ১৬ রানে ৫ উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলি চৌধুরি যোগ করতে পারেন মাত্র ১০ রান। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ১৮ রানে ৫ উইকেট হারানোর পর নুরুল হাসান সোহানের সঙ্গে লিটন যোগ করেন ১৬ রান। এবার লিটন-মুশফিক স্বপ্নের জুটিতে এখনো অপরাজিত। অবিচ্ছিন্ন থেকে এই জুটি তুলল ২৫৩ রান। মাত্র ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর শতরানের জুটিও ছিল না টেস্ট ইতিহাসে অন্য কোনো দলের।
তাদের হাত ধরে টেস্ট ক্রিকেট ষষ্ঠ উইকেটে দেখল প্রথম শতরানের জুটি, যেখানে প্রথম ৫ উইকেট পড়েছিল ২৫ কিংবা এর নিচে। মিরপুরের শেরেবাংলায় ইতিহাস গড়া এই ম্যাচে সোমবার ঢাকা টেস্টের প্রথম দিন শেষে নবম টেস্ট সেঞ্চুরিতে মুশফিক খেলছেন ২৫২ বলে ১১৫ রানে।
তৃতীয় সেঞ্চুরিতে লিটন দিন শেষ করেন ২২১ বলে ১৩৫ রানে। আর বাংলাদেশ দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৭৭।
Discussion about this post