কিছুতেই জয়ের জয়ের পথ খুঁজে পাচ্ছে না দল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে কলাবাগান ক্রিকেট একাডেমী। সেই বলয় থেকে বেরিয়ে আসা হল না। ৬ষ্ঠ রাউন্ডেও বড় হারের দেখতে হয়েছে তাদের। শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৮ উইকেটে হেরেছে কলাবাগান। ৬ ম্যাচ খেলে ছয়টিতেই হারল তারা।
বিকেএসপিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৭.৩ ওভারে ১৮৬ রানে অলআউট হয় কলাবাগান ক্রিকেট একাডেমী। জবাবে ২ উইকেট হারিয়ে ৪০.২ ওভারেই জয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
সংক্ষিপ্ত স্কোর-
কলাবাগান একাডেমি: ৪৭.৩ ওভারে ১৮৬ (শুক্কুর ২১, মায়শুকুর ২০, সাক্সেনা ৪৪, মাহমুদুল ৪১, মিরাজ ২, তাপস ১, নুরুজ্জামান ২৫, আরাফাত ৩, বিশ্বনাথ ১২*, হালিম ৪, আবু জায়েদ ৭; শরিফ ০/৩১, মেহেদি ০/১৮, সাঈদ আনোয়ার ২/২৭, কাপালি ৫/৪৪, মইনুল ১/২৭, মুস্তাফিজ ২/২৩, আশিকুজ্জামান ০/৬)।
গাজী গ্রুপ: ৪০.২ ওভারে ১৮৭/২ (এনামুল ২৯, শামসুর ৯৫*, মেহেদি ৩৯, সাঈদ আনোয়ার ১৮*; বিশ্বনাথ ০/১৭, মিরাজ ১/৩১, আবু জায়েদ ০/২৪, হালিম ০/২৮, সাক্সেনা ১/৪২, তাপস ০/১১, মাহমুদুল ০/২৮, নুরুজ্জামান ০/৪)।
ফল: গাজী গ্রুপ ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: অলক কাপালি
################################
এদিকে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে শনিবার ৩৮ রানে জিতল ব্রাদার্স ইউনিয়ন। ৬ ম্যাচে এটি তৃতীয় জয় তাদের।
মিরপুর শেরে-ই-বাংলায় টস হেরে আগে ব্যাট করে শাহরিয়ার নাফিসের সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৫৩ রান করে ব্রাদার্স ইউনিয়ন। জবাবে ৪৭.২ ওভারে ২১৫ রান তুলে অলআউট সিসিএস।
সংক্ষিপ্ত স্কোর-
ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২৫৩/৬ (শাহরিয়ার ১৩৪, ইমরুল ৪৯, তুষার ২২, মিলিন্দ ২, জাকির ২৯, নূর আলম ০, সাদিকুর ৫*, শহীদ ০*; শাওন ৪/৪৫, মেহরাব ১/৩৯, নাসুম ১/৪৭)
ক্রিকেট কোচিং স্কুল: ৪৭.২ ওভারে ২১৫ (অমিত ৯, পিনাক ১, সাইফ ৮৬, সালমান ৬৮, সাঈদ ১০, উত্তম ০, রাজিন ২৬, নাসুম ১, নবি ২, মেহরাব ২*, শাওন ০; মিলন্দ ২/২৭, আসিফ ২/৩৪, নাবিল ২/৫৩, শহীদ ১/১৭, নূর আলম ১/২৮)
ফল: ব্রাদার্স ইউনিয়ন ৩৮ রানে জয়ী
ম্যাচসেরা: শাহরিয়ার নাফীস।
Discussion about this post