বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নেতৃত্ব নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে আজ সোমবার বিকেলে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা ধরে ভোটগ্রহণ চলে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এখন ভোটারদের চোখ ফলাফলের দিকে-সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে পরিচালনা পর্ষদের বিজয়ীদের নাম।
ভোটের শুরু থেকেই মিরপুরে ছিল হালকা উৎসবের আবহ। সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠতে থাকে ভোটকেন্দ্র। সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ভোটারদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। তবে দুপুরে খানিকটা নিরবতা দেখা গেলেও বিকেলে আবার বাড়ে ভোটের ভিড়।
সোয়া দশটার দিকে ভোট দিতে আসেন পরিচালক পদপ্রার্থী নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট ও আদনান রহমান দীপন। তাদের পরই আসেন ইফতেখার রহমান মিঠু। বেলা ১১টার দিকে ভোট দিতে দেখা যায় সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, হান্নান সরকার ও সানোয়ার হোসেনকে।
সাড়ে ১১টার দিকে ভোট দেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার কিছুক্ষণ পর ভোট দিতে আসেন সভাপতি পদপ্রার্থী ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
‘আগে কখনও নির্বাচন করিনি। সবকিছুই নতুন লাগছে। সহকর্মীরা এসেছে, জেলার প্রতিনিধি এসেছে-রোমাঞ্চ তো থাকবেই।’ বলেন বুলবুল ভোট দিয়ে বেরিয়ে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে পরিচালক পদে বিজয়ীদের নাম। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টার মধ্যে প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল।
তবে এবারের নির্বাচনের আগেই নানা বিতর্কে সরগরম ছিল বিসিবি। সরকারি প্রভাবের অভিযোগ, প্রার্থীদের নাম প্রত্যাহারসহ নানা ঘটনায় নির্বাচনের আগ্রহ কিছুটা কমে যায়। ইতিমধ্যে ২১ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন, আর ৯ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ভোটের রোমাঞ্চের চেয়ে আলোচনায় ছিল নির্বাচন ঘিরে বিতর্কই বেশি।
বুলবুলের মন্তব্য, ‘ফলাফলের পরই বলা যাবে-আজকের দিনটা কেমন গেল।’
Discussion about this post