গত কয়েক বছর ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান। কিন্তু এবার তার সঙ্গে কয়েকজন টাইগারকেও দেখা যেতে পারে। ২০১৬ সালের আইপিএলের নিলামে আছেন বাংলাদেশের চার ক্রিকেটার।
তালিকায় থাকা সেই ক্রিকেটাররা হলেন- তামিম ইকবাল, সৌম্য সরকার, পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। বলা দরকার নবম আসরের নিলাম হবে এই বছরের ৯ ফেব্রুয়ারি।
নিলামের আগেই অবশ্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বলা দরকার, এবারের আইপিএল শুরু হবে ৮ এপ্রিল।
Discussion about this post