পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছেন ইনজামাম উল হক। শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে পিসিবি।
এখন আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন ইনজামাম। আফগানিস্তানের সঙ্গে কোচিং মেয়াদের ইতি টানার লক্ষ্যে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক খুব শিগগিরই বৈঠকে বসবেন। ১৯ এপ্রিল ফয়সালাবাদে পাকিস্তান কাপ শুরু হওয়ার আগেই ইনজি পিসিবির সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অনুমোদন ছাড়া বোর্ডে কাউকে নিয়োগ না দেয়ার জন্য সরাসরি না করে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অফিস থেকেই প্রধান নির্বাচক হিসেবে ইনজামামের নাম প্রস্তাব করা হয়। সবকিছু ঠিক থাকলে ১ মে থেকে তিনি দায়িত্ব পালন শুরু করবেন বলে জানানো হয়।
Discussion about this post