ক্রিকেটের সবচেয়ে সেরা দ্বৈরথ বলে কথা। লো-স্কোরিংও ঠিক রোমাঞ্চ ছড়িয়ে গেল। মাত্র ৮৩ রানের একটা ম্যাচ দারুণ জমল। শেষ পর্যন্ত অবশ্য চির প্রতিদ্ধন্দীর বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠার পথটা প্রস্বস্ত করে নিল ভারত।
শনিবার সন্ধ্যায় টস জিতে মহেন্দ্র সিং ধোনি বল তুলে দিলেন বোলারদের হাতে। এরপর পাকিস্তানকে এলোমেলো করে দিলেন আশিষ নেহরারা। ১৭.৩ ওভারে মাত্র ৮৩ রানে অলআউট করলেন তাদের। এরপর জবাব দিতে নেমে ১৫.৩ ওভারে ৫ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। একেবারে সহজে, ৪.৩ ওভার বাকী থাকতেই।
মনে হচ্ছিল একেবারেই সহজে ম্যাচটা জিতে নেবে ভারত। কিন্তু স্পটফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠা মোহাম্মদ আমির হিসেবের ছক উল্টে দিলেন। শুরুতেই কাঁপন ধরিয়ে দিলেন ভারতীয় শিবিরে। শেষ পর্যন্ত ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিলেন। যদিও তার সতীর্থরা কিছুই করে দেখাতে পারলেন না!
বিরাট কোহলি-যুবরাজ সিং জুটি থেকে দল পেল ৬৮ রান। কোহলি ৪৯ রান করে আম্পায়ারের ভুল আউট কোহলি। যুবরাজের ব্যাটে অপরাজিত ১৪ রান। সঙ্গে ধোনি অপরাজিত ছিলেন ৭ রানে।
এর আগে ব্যাট করতে নেমে যাচ্ছেতাই ভাবে ব্যাট চালিয়েছে পাকিস্তান। শেষ পর্যন্ত ৮৩ রানে আটকে গেছে তারা। ভারতের হার্দিক পান্ডে নিয়েছেন ৩ উইকেট। দুটি উইকেট রবিন্দু জাদেজার।
এই জয়ে এশিয়া কাপের ফাইনালে এ পা দিয়ে রাখল ভারত।
Discussion about this post