আরো একবার আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের টিকিট পেয়ে গেল ভারত। প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে শিরোপার আরো কাছে চলে গেল ফেভারিটরা। তিনবারের যুব বিশ্বকাপ চ্যাম্পিয়নরা এ নিয়ে পঞ্চমবারের মতো ফাইনালের টিকিট পেল।
মিরপুরের হোম অব ক্রিকেটে মঙ্গলবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে শ্রীলঙ্কা। এরপর ভারত ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট তুলে ২৬৭ রান। অবশ্য দলীয় ২৭ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। এরপর আনমোলপ্রিত সিং এবং সরফরাজ খান ৯৬ রানের জুটি গড়েন। আগের চার ম্যাচে তিনি করেন ৭৪, ৭৪, অপরাজিত ২১ ও ৭৬ রান। এবার ৫৯ সাজঘরের পথ ধরেন সরফরাজ।
আনমোলপ্রিত ৬টি চার ও ১ ছয়ে ৭২ রান করেন। ৪৩ রানে আউট ওয়াশিংটন সুন্দর। এছাড়া আরমান জাফারের ২৯ রান করেন। লঙ্কান যুবাদের হয়ে ৪ উইকেট তুলে নেন আসিথা ফার্নান্দো। আর লাহিরু কুমারা ও থিলান নিমেশ নিয়েছেন ২টি করে উইকেট।
জবাব দিতে নেমে ৪২.৪ ওভারে ১৭০ রানেই অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা। আসলে শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের জন্য যে মেজাজে খেলার দরকার ছিল সেটা পারেনি লঙ্কান যুবারা। স্কোরবোর্ডে ১০০ রান হওয়ার আগেই আউট চার লঙ্কান ব্যাটসম্যান। কোন ব্যাটসম্যানই দাপটে মাথা তুলে লড়তে পারলেন না। শুধু কামিন্দু মেন্ডিসের ৩৯, সাম্মু আশহানের ৩৮, ভিশাদ রান্ডিকার ২৮ রান করেন। অলআউট হয়ে ১৭০ রান তুলে শ্রীলঙ্কা।
ভারতের হয়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন মায়াঙ্ক ডাগার। আর দুই উইকেট নেন আভিশ খান।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতীয় যুবাদের।
ভারতের যুবারা এমন অনায়াস জয় দিয়ে বুঝিয়ে দিল শিরোপা জিততেই বাংলাদেশে এসেছে দলটি। ১৪ ফেব্রুয়ারি ফেভারিট থেকেই ফাইনালে খেলতে নামবে তারা।
Discussion about this post