ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময় এখন রোহিত শর্মার। ব্যাট হাতে যা চাইছেন, তাই যেন করতে পারছেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস। এবার নতুন এক ইতিহাস গড়লেন তিনি। প্রথমবারের মতো বিশ্বকাপে দেখা মিলল এক ব্যাটসম্যানের পাঁচ সেঞ্চুরি। আর সেই বিরল কীর্তির মালিক রোহিত। তার পাশাপাশি শনিবার লোকেশ রাহুলও করলেন শতরান। তারই পথ ধরে শ্রীলঙ্কাকে উড়িয়ে মাঠ ছেড়েছে ভারত।
হেডিংলিতে শনিবার বিশ্বকাপের রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে ৭ উইকেটে জিতেছে বিরাট কোহলির দল। এবারের বিশ্বকাপে আগেই সেমি-ফাইনালের টিকিট পেয়েছে ভারত। একইভাবে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল শ্রীলঙ্কার। এই জয়ে ৯ ম্যাচে ভারতের পয়েন্ট ১৫। শ্রীলঙ্কা ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শেষ করল তাদের বিশ্বকাপ।
তেমন ম্যাচে টস জিতে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ২৬৪ রান। সেঞ্চুরি করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। জবাব দিতে নেমে ৪৩.৩ ওভারে ৩ উইকেট লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
রোহিত দারুণ সময় কাটাচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে ছুঁয়ে ফেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।
৯২ বলে শতরান করতেই উঠে যান অনন্য উচ্চতায়। এটি এবারের বিশ্বকাপে রোহিতের পঞ্চম শতরান। এর আগে এই রেকর্ড ছিল সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারার। ২০১৫ বিশ্বকাপে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
অন্যদিকে মাত্র দুই বিশ্বকাপ খেলেই মোট ছয় সেঞ্চুরি করে ছুঁয়ে ফেললেন শচীনকে। যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এই দুজন। ছয়টি বিশ্বকাপ খেলে শচিনের সেঞ্চুরি সংখ্যা ছয়টি।
রোহিতের এবারের বিশ্বকাপের আট ইনিংস দেখে নিন এক নজরে ১২২*, ৫৭, ১৪০, ১, ১৮, ১০২, ১০৪, ১০৩। একইসঙ্গে এবারের বিশ্বকাপে রান সংগ্রাহকের দিক থেকে সাকিব আল হাসানকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেলেন রোহিত। তার মোট রান ৬৪৭।
এর আগে ব্যাট করতে নেমে লাহিরু থিরিমানে করেন ৫৩ রান। অ্যাঞ্জেলো ম্যাথুজ ১১৫ বলে ৯ চার ও ২ ছয়ে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ১২৮ বলে ১০ চার ও ২ ছয়ে ১১৩ রানে আউট তিনি। ভারতের হয়ে ১০ ওভারে ৩৭ রানে ৩ উইকেট নেন বুমরাহ।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৬৪/৭ (করুনারত্নে ১০, কুসল পেরেরা ১৮, ফার্নান্দো ২০, মেন্ডিস ৩, ম্যাথিউস ১১৩, থিরিমান্নে ৫৩, ডি সিলভা ২৯*, থিসারা পেরেরা ২, উদানা ১*; ভুবনেশ্বর ১/৭৩, বুমরাহ ৩/৩৭, পান্ডিয়া ১/৫০, জাদেজা ১/৪০, কুলদীপ ১/৫৮)
ভারত: ৪৩.৩ ওভারে ২৬৫/৩ (রাহুল ১১১, রোহিত ১০৩, কোহলি ৩৪*, পান্ত ৪, পান্ডিয়া ৭*; মালিঙ্গা ১/৮২, রাজিথা ১/৪৭, উদানা ১/৫০)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রোহিত শর্মা
Discussion about this post