আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। হাইব্রিড মডেলেই হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ আছে ভারত-পাকিস্তানের গ্রুপে।
মঙ্গলবার হাইব্রিড মডেলের ৮ দেশের এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করে আইসিসি। টুর্নামেন্ট শুরু ১৯ ফেব্রুয়ারি। ৯ মার্চ ফাইনাল দিয়ে শেষ। পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না। এ কারণে হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।
পাকিস্তান ছাড়াও টুর্নামেন্টের ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ-
গ্রুপ ‘এ’ : ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ
গ্রুপ ‘বি’ : অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ সূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি
Discussion about this post