গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন হান্নান সরকার। আবাহনীর প্রধান কোচ হিসেবে নিজের প্রথম টুর্নামেন্টেই দলকে শিরোপা জেতান এই সাবেক ক্রিকেটার। তবে প্রত্যাশা থাকলেও আগামী আসরে আর আবাহনীর ডাগআউটে দেখা যাবে না তাকে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডিপিএলের পরবর্তী আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন হান্নান সরকার। বেশ কিছুদিন ধরে রূপগঞ্জ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল, অবশেষে সেটি চূড়ান্ত হয়েছে।
হান্নান সরকার সম্প্রতি বিসিবির নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান। ৮ বছর ৮ মাস বিসিবিতে নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ সালে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে পথচলা শুরু করে পরে জাতীয় দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিসিবি ছাড়ার পর কোচিং ক্যারিয়ারে পা রাখেন হান্নান, আর প্রথম টুর্নামেন্টেই বাজিমাত করেন। আবাহনীকে চ্যাম্পিয়ন করে কোচ হিসেবে নিজের উপস্থিতির জানান দেন। তবে আবাহনীর সঙ্গে তার যাত্রা থামল এক মৌসুমেই। এখন নতুন চ্যালেঞ্জ নিয়ে রূপগঞ্জের কোচ হিসেবে দেখা যাবে তাকে।
Discussion about this post