শোকে স্তব্ধ গোটা দেশ। এরইমধ্যে দু’দিনের রাস্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সত্যিই দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর ছোঁয়া লাগল ক্রীড়াঙ্গনেও। এইতো শনিবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামার সিদ্ধান্ত নেয় ইতালি ফুটবল দল।
শুক্রবার রাত নয়টার দিকে গুলশানের হলি আর্টিসান বেকারি নামের একটি রেস্টুরেন্টে অন্তত ৩০ জনকে জিম্মি করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। শনিবার সকালে অপারেশন শেষে ৬ হামলাকারীসহ ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানায় আইএসপিআর।
এই সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকেই বেশ কয়েকজন ইতালিয়ান নাগরিক নিখোঁজ রয়েছেন বলে ইতালিয়ান দূতাবাসের বরাত দিয়ে দেশটির বেশ কয়েকটি পত্রিকা জানায়। এমন কী উদ্ধার হয় ৯ ইতালিয়ান মরদেহ।
এদিকে গুলশান হামলার জেরে বাংলাদেশ সফর নিয়ে নতুন করে ভাবতে শুরু করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আলোচিত সেই সন্ত্রাসী হামলার ঘটনায় ছয় হামলাকারীসহ ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। গত শুক্র ও শনিবারের এই হামলার ভয়াবহতার কারণে ইংল্যান্ডের বাংলাদেশ সফর প্রশ্নের মুখে পড়েছে। দলটি আসবে কীনা এনিয়ে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শঙ্কা পড়ে গেল। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখার কথা ইংল্যান্ডের।
এর আগে নিরাপত্তাজনিত কারণে এর আগে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল বাংলাদেশ সফর করেনি।
এদিকে ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় শোকাহত ভারতের ক্রিকেট কোচ অনিল কুম্বলে। টুইটারে নিজের পেইজে ঢাকা আক্রমণের হ্যাশট্যাগ সংযুক্ত একটি পোস্ট দিয়েছেন কুম্বলে। লিখেছেন, ‘সন্ত্রাসবাদের আরেকটি কাণ্ডজ্ঞানহীন পদক্ষেপ। ঢাকা আক্রমণে আক্রান্তদের জন্য ধ্যান ও প্রার্থনা।’
Discussion about this post