জমে উঠেছে ২০ ওভারের লড়াই। মাঠ মাতাচ্ছেন হায়দারাবাদের টাইগার বোলার মুস্তাফিজুর রহমান। জমে উঠা মাঠের লড়াইয়ের মধ্যে দেখে নিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মজার ছয়টি তথ্য।
# এই আইপিএল-এ ৮জন অধিনায়কের মধ্যে মাত্র একজন বোলার। দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কত্ব করছেন জহির খান।
# দুই দলের অধিনায়কের নাম ডেভিড। পঞ্জাবের অধিনায়ক ডেভিড মিলার, অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
# বেশ কয়েকজন ক্রিকেটারেরই পদবি মিলে যায়। কিন্তু অশ্বিন বা ধোনির ক্ষেত্রে পদবিটাই সমর্থকদের মধ্যে বেশি জনপ্রিয়। আর এবারে আইপিএল-এ রবিচন্দ্রন অশ্বিনের জনপ্রিয়তায় থাবা বসিয়েছেন তাঁরই এক সতীর্থ মুরুগান অশ্বিন। মজার ব্যাপার, দুই অশ্বিনই স্পিনার।
# পাঠান ভাইদের পরে এবারে ভারতীয় ক্রিকেটে পাণ্ড্য ভাইদের উত্থান। মুম্বই ইন্ডিয়ান্স দলেই খেলছেন দুই ভাই হার্দিক এবং ক্রুনাল পাণ্ড্য। মজার বিষয়, ইরফান এবং ইউসুফের মতো হার্দিক এবং ক্রুনালও বরোদার বাসিন্দা। পাঠান ভাইদের আদর্শ করেই বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন দু’জনে।
# মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার পার্থিব পটেল এই নিয়ে আইপিএল-এ তাঁর ছ’নম্বর দলে খেলছেন। ২০১৫-তে মুম্বই দলে যোগ দেওয়ার আগে চেন্নাই, কোচি, ডেকান চার্জাস, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেছেন পার্থিব।
# ইউসুফ পাঠান এবং রোহিত শর্মা একমাত্র ক্রিকেটার যাঁরা তিনবার আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন। ২০০৮ সালে রাজস্থান এবং ২০১২ এবং ২০১৪-তে কেকেআর-এর চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিলেন ইউসুফ। আর রোহিত ২০০৯ সালে প্রথমে ডেকান চার্জাস-এর চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিলেন। তারপর ২০১৩ এবং ২০১৫-তে রোহিতের নেতৃত্বেই আইপিএল সেরা হয়েছে মুম্বাই।
Discussion about this post