শেষটা ভাল হয়নি। একটুর জন্য ছোঁয়া হয়নি এশিয়া কাপ ট্রফি। তারপরও সব মিলিয়ে দুর্দান্ত কেটেছে বাংলাদেশের এশিয়া কাপ। টুর্নামেন্টের রানার্স আপ বলে কথা। আবার ব্যাক্গিতক নৈপুন্যেও চমক দিয়েছেন টাইগার ক্রিকেটাররা।
ভারতের বিরাট কোহলির মতো তারকাকে পেছনে ফেলে টুর্নামেন্টসেরা সাব্বির রহমান। আবার সর্বোচ্চ উইকেট শিকারী আল আমিন। এতোসব কীর্তির পুরস্কারও মিলেছে। বাংলাদেশের চার ক্রিকেটার আছেন ইএসপিএন-ক্রিকইনফোর এশিয়া কাপ সেরা একাদশে।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর করা এশিয়া কাপের সেরা একাদশের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উদ্বোধনীতে রোহিত শর্মার সঙ্গে জায়গা পেলেন ৯৪ রান করা সৌম্য সরকার।
এরপরই বিরাট কোহলি। সর্বোচ্চ ১৭৬ রান করা সাব্বির আছেন দলে। দারুণ ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদও জায়গা পেয়েছেন একাদশে। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে আছেন শোয়েব মালিক এবং মোহাম্মদ আমির।
ক্রিকইনফোর এশিয়া কাপ সেরা একাদশ-
১. রোহিত শর্মা, ২. সৌম্য সরকার, ৩. বিরাট কোহলি, ৪. সাব্বির রহমান, ৫. শোয়েব মালিক, ৬. মাহমুদউল্লাহ রিয়াদ, ৭. মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ৮. আমজাদ জাভেদ, ৯. মোহাম্মদ আমির, ১০. আল-আমিন হোসেন, ১১. জাসপ্রিত ভুমরা।
Discussion about this post