ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফর্মে ফিরেছিলেন নিউজিল্যান্ড সফরেই। তার ব্যাট থেকে তৃতীয় ওয়ানডেতে আসে শতরান। দেশে ফিরেও ধরে রাখলেন সেই ধারাবাহিকতা। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে করলেন ফিফটি আর বল হাতে নেন দুটি উইকেট। তার ম্যাজিকেই জয় পায় আবাহনী লিমিটেড।
ব্রাদার্স ইউনিয়নকে ২৫ রানে হারিয়ে শুভ সূচনা করেছে ধানমন্ডির ক্লাবটি। শেরেবাংলায় সোমবার সাব্বির ৪৩ বলে করেন ৫৮ রান।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ২০ ওভারে ১৫০/৭ (মুনিম ৩, শান্ত ৩, সাব্বির ৫৮, মোসাদ্দেক ২৩, জাভেদ ৪৪, আব্দুল্লাহ ৬, তাপস ৪, শাকিল ১*; মেহেদি ২/২৬, হাবিবুর ১/১৩, রনি ২/৩২, সাখাওয়াত ১/২৫, শাহজাদা ১/২৭)।
ব্রাদার্স : ২০ ওভারে ১২৫/৭ (মিজানুর ৩০, ফজলে মাহমুদ ০, ইয়াসির ৪১, শরিফউল্লাহ ৩১*, হাবিবুর ৪, শাহজাদা ৩, হামিদুল ৮, শরিফুল ০, সাখাওয়াত ০*; মোসাদ্দেক ১/৬, অপু ৩/২৬, তাপস ১/২৫, সাব্বির ২/১৬)।
ফল: আবাহনী ২৫ রানে জয়ী
ম্যাচসেরা: সাব্বির রহমান
######
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টির আরেক ম্যাচে ‘বি’ গ্রুপে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১১ রানে হারাল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেখ জামালের ১৬৯ রানের জবাবে খেলাঘর আটকে যায় ১৫৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল: ২০ ওভারে ১৬৯/৫ (ইমতিয়াজ ৩১, ফারদিন ২১, হাসানুজ্জামান ২৬, নাসির ৩৪, সোহান ৪৩, জিয়াউর ৯*; রবিউল ১/৩৫, ইফরান ১/১৪, তানভির ১/৩০, মাসুম ১/৩১, মইনুল ২/২৬)।
খেলাঘর: ২০ ওভারে ১৫৮/৫ (রবি ৬৯, সাদিকুর ২১, অঙ্কন ৩৪, মইনুল ৮, মাসুম ১৯*, রবিউল ১, রাফসান ২*; শহিদুল ৪/৬, সানি ১/১৮)
ফল: শেখ জামাল ১১ রানে জয়ী
ম্যাচসেরা: শহিদুল ইসলাম
Discussion about this post