ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) টি-টুয়েন্টি টুর্নামেন্টে অভিষেকে হ্যাটট্রিক করলেন মানিক খান। সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিকেএসপির বিপক্ষে টানা বলে তিন উইকেট শিকার করেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের এই পেসার।
ম্যাচের ও নিজের প্রথম ওভারের পঞ্চম বলে তিনি বোল্ড করেন ফরহাদ আহমেদকে। পরের বলে আউট করেন পারভেজ হোসেনকে। এরপর দলের তৃতীয় ওভারে ফেরান রাতুল খানকে। হ্যাটট্রিক পেয়ে যান ২২ বছর বয়সী এই পেসার।
তবে তার হ্যাটট্রিক ম্যাচটি উত্তেজনা ছড়াল সুপার ওভারেও।শেষ অব্দি প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নাটকীয় জয়ে প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি শুরু করল নবাগত বিকেএসপি।
ম্যাচটির সুপার ওভারে ফরহাদ রেজার প্রথম দুই বল থেকে ৬ রান তুলে বিকেএসপি। তৃতীয় বলে আউট আকবর আলী। পরের বলে রান আউট শামিম হোসেন।
৭ রানের লক্ষ্যে নেমে ৪ রান তুলে দোলেশ্বর। সুমন খানের প্রথম চার বল থেকে আসে ৪। পঞ্চম বলে শামিমকে ক্যাচ আউট অধিনায়ক রেজা। এরপরই ফিরেন তাইবুর রহমান। এভাবেই ‘ডি’ গ্রুপের ম্যাচে সুপার ওভারে ২ রানে জেতে বিকেএসপি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের ১১১ রানের জবাবে শেষ বলে ১১১ রানে অলআউট বিকেএসপি।
১২ রানে ৪ উইকেট নিয়ে দোলেশ্বরের সেরা বোলার মানিক।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম দোলেশ্বর: ২০ ওভারে ১১১/৯ (সৈকত ১, আরাফাত ২৯, সাইফ ১, মার্শাল ৪, মাহমুদুল ৪১, তাইবুর ১৭, জসিম ৪, রেজা ২, সানি ১, মানিক ৭*, এনামুল জুনিয়র ০*; সুমন ৩/১৮, মুকিদুল ২/৩৮, কাইয়ুম ১/১০, শামিম ০/৫, মুরাদ ০/২২, ইকবাল ১/১৭)
বিকেএসপি: ২০ ওভারে ১১১ (ফাহাদ ০, রাতুল ৩, পারভেজ ০, আমিনুল ৭, শামিম ৪৫, আকবর ৪২, কাইয়ুম ০, ইকবাল ০, সুমন ৬*, মুকিদুল ৭, মুরাদ ১; মানিক ৪/১২, রেজা ১/১৬, আরাফাত ০/১৫, সানি ০/৩২, এনামুল জুনিয়র ০/১৮, মাহমুদুল ০/১৫, তাইবুর ১/৩)
ফল: টাই, সুপার ওভারে বিকেএসপি ২ রানে জয়ী
ম্যাচসেরা: মানিক খান
Discussion about this post