ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বৃষ্টি সঙ্গী করেই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি লিগ। তবে ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামে ঠিকই মাঠে নামতে পেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। যদিও ম্যাচটি শেষ অব্দি কমিয়ে করা হয় ১৩ ওভারে। মৌসুমের প্রথম ম্যাচে অবশ্য তেমন ভাল কিছু করতে পারেনি লিজেন্ডসরা। শাইনপুকুরকে জয় এনে দেন শুভাগত হোম চৌধুরী।
টি-টুয়েন্টি লিগের প্রথম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে।
সোমবার ‘সি’ গ্রুপের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে রূপগঞ্জ। ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে দলটি করে ১১৫ রান। শাহরিয়ার নাফীস দুর্দান্ত ব্যাট করেছেন। তিনি ২৪ বলে ৪৬ রান তুলে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ২টি চার আর ৪টি ছক্কা। কিন্ত তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেন নি। যদিও শুরুতে মোহাম্মদ নাঈমের ব্যাট থেকে আসে ১৯ বলে ১৯। আর শেষে নাঈম ইসলাম মাত্র ৪ বলে ১৫ রান করেন। ১টি চার ও এক ছয়ে এই রান করেন তিনি।
তারপরও ১১৫ রানে আটকে যায় রূপগঞ্জ। শাইনপুকুরের সুজন হাওলাদার আর সোহরাওয়ার্দী শুভ নেন ২টি করে উইকেট। হামিদুল ইসলাম নেন ১ উইকেট।
১৩ ওভারে ১১৬ রান লক্ষ্যে নেমে অবশ্য অনায়াসে জিততে পারেনি শাইনপুকুর। সাব্বির হোসেন, সোহরাওয়ার্দী শুভ দাপটে ব্যাট করলেও অন্যদের চেপে ধরে ছিল লিজেন্ডস বোলাররা। সাব্বির ২৫ বলে ৩২ ও সোহরাওয়ার্দী ১৪ বলে করেন ১৬ রান।
অবশ্য শুভাগত হোম ১০ বলে ২টি চার ও তিন ছক্কায় ৩২ রান না করলে ম্যাচটা লিজেন্ডসরাই জিততে পারতো। দেলওয়ার হোসেন ২ বলে ১০ রান তুললে ৩ বল আগেই জয় নিয়ে মাঠ ছাড়ে শাইনপুকুর।
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ, আসিফ হাসান, নাবিল সামাদ ও মুকতার আলী।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ: ১৩ ওভারে ১১৫/৫ (পাপ্পু ১৪, মোহাম্মদ নাঈম ১৯, শাহরিয়ার ৪৬*, মারুফ ৬, জাকের ১১, মুক্তার ১, নাঈম ১৫*; সুজন ২/২৩, হামিদুল ১/১৬, দেলোয়ার ০/৩১, শুভ ২/১২, শুভাগত ০/১৪, টিপু ০/১৭)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ১২.৩ ওভারে ১১৭/৫ (সাব্বির ৩২, শুভ ১৬, আফিফ ৮, হৃদয় ৯*, শুভাগত ৩২, ধীমান ৬, দেলোয়ার ১০*; শহীদ ১/২৯, আসিফ ১/১৪, নাবিল ১/২৭, নাঈম ০/২২, মুক্তার ১/২৫)
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শুভাগত হোম চৌধুরী
Discussion about this post