ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সোমবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) টি-টুয়েন্টি টুর্নামেন্ট। মাঠের লড়াইয়ে মুখোমুখি ১২ ক্লাব। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড রয়েছে এ গ্রুপে। তাদের সঙ্গী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। সহজ গ্রুপ রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বি গ্রুপে দলটির সঙ্গী খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব।
কঠিন গ্রুপে আছে ফেভারিট লিজেন্ডস অব রূপগঞ্জ। সি গ্রুপে দলটির প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গত আসরের চমক দেখানো দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ডি গ্রুপে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে রয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
ডিপিএল টি-টুয়েন্টি লিগের সূচি
তারিখ ম্যাচ সময় ভেন্যু
২৫ ফেব্রু, ২০১৯ শেখ জামাল–খেলাঘর বেলা ১২.৩০ মিরপুর
২৫ ফেব্রু, ২০১৯ আবাহনী–ব্রাদার্স বিকাল ৫.৩০ মিরপুর
২৫ ফেব্রু, ২০১৯ রুপগঞ্জ–শাইনপুকুর সকাল ৯টা ফতুল্লা
২৫ ফেব্রু, ২০১৯ দোলেশ্বর–বিকেএসপি বেলা ১.৩০ ফতুল্লা
২৬ ফেব্রু, ২০১৯ মোহামেডান–শাইনপুকুর বেলা ১২.৩০ মিরপুর
২৬ ফেব্রু, ২০১৯ প্রাইম ব্যাংক–ব্রাদার্স বিকাল ৫.৩০ মিরপুর
২৬ ফেব্রু, ২০১৯ গাজি–বিকেএসপি সকাল ৯টা ফতুল্লা
২৬ ফেব্রু, ২০১৯ খেলাঘর–উত্তরা বেলা ১.৩০ ফতুল্লা
২৭ ফেব্রু, ২০১৯ আবাহনী–প্রাইম ব্যাংক বেলা ১২.৩০ মিরপুর
২৭ ফেব্রু, ২০১৯ দোলেশ্বর–গাজি বিকাল ৫.৩০ মিরপুর
২৭ ফেব্রু, ২০১৯ শেখ জামাল–উত্তরা সকাল ৯টা ফতুল্লা
২৭ ফেব্রু, ২০১৯ রুপগঞ্জ–মোহামেডান বেলা ১.৩০ ফতুল্লা
১ মার্চ, ২০১৯ সেমিফাইনাল (বি গ্রুপজয়ী–সি গ্রুপজয়ী) বেলা ১২.৩০ মিরপুর
১ মার্চ, ২০১৯ সেমিফাইনাল (এ গ্রুপজয়ী–ডি গ্রুপজয়ী) বিকাল ৫.৩০ মিরপুর
৩ মার্চ, ২০১৯ ফাইনাল সন্ধ্যা ৬টা মিরপুর
Discussion about this post