ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে শুক্রবার দাপুটে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
শাইনপুকুরকে উড়িয়ে দিল ব্রাদার্স ইউনিয়ন
বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে দলটি। দলের পক্ষে ৯৬ বলে সর্বোচ্চ ৯৫ রান করেন মো. রহিম আহমেদ। অধিনায়ক রায়ান রাফসান রহমান আউট হন ৪৭ রান করে, আর অনিক সরকার ৪০ রানের ইনিংস খেলেন।
ব্রাদার্স ইউনিয়নের বোলারদের মধ্যে আল আমিন হোসাইন একাই শাইনপুকুরের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। ১০ ওভারে ৫০ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন তিনি। অলক কাপালি ২টি এবং ইয়াসিন আরাফাত মিশু ও রাকিবুল আতিক ১টি করে উইকেট দখল করেন।
২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্রাদার্সের দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও মিজানুর রহমান দুর্দান্ত ব্যাটিং করেন। রবিন ১২৭ বলে ১১৪ রান করেন, আর মিজানুর রহমান ১৩৬ বলে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় তাকে। অধিনায়ক মাইশুকুর রহমান দলের জয় নিশ্চিত করেন।
৪৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। শাইনপুকুরের পক্ষে মো. রহিম আহমদ ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৮৮/৯ (মো. রহিম আহমেদ ৯৫, রায়ান রাফসান রহমান ৪৭, অনিক সরকার ৪০; আল আমিন ৫০/৫, অলক কাপালি ৪৮/২)
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড: ৪৮.৫ ওভারে ২৯২/৩ (মাহফিজুল ইসলাম রবিন ১১৪, মিজানুর রহমান ১৩৬; মো. রহিম আহমেদ ৪৩/২)
ফল: ব্রাদার্স ইউনিয়ন ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মিজানুর রহমান
গাজী গ্রুপের সহজ জয়
দিনের আরেক ম্যাচে অগ্রণী ব্যাংককে ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৬.২ ওভারে ২১৬ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন অমিত হাসান, আর অধিনায়ক ইমরুল কায়েস করেন ৫০ রান।
গাজী গ্রুপের হয়ে আবু গাফ্ফার সাকলাইন ৩টি, তোফায়েল আহমেদ ও ইসলাম মুকিদুল মুগ্ধ ২টি করে উইকেট নেন।
২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গাজী গ্রুপের শুরুটা ছিল দারুণ। ওপেনার সাদিকুর রহমান ৯৬ বলে ৮৯ রানের ইনিংস খেলে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। এরপর তোফায়েল আহমেদ ৬৪ বলে ৫২ রান করেন, আর শামসুর রহমান শুভ ৩৮ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।
৪৭.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচসেরা নির্বাচিত হন তোফায়েল আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর:
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৬.২ ওভারে ২১৬/১০ (অমিত হাসান ৮৯, ইমরুল কায়েস ৫০; আবু গাফ্ফার সাকলাইন ৩৫/৩, তোফায়েল আহমেদ ২৪/২)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৭.৪ ওভারে ২১৭/৬ (সাদিকুর রহমান ৮৯, তোফায়েল আহমেদ ৫২, শামসুর রহমান শুভ ৩৮; সাকলাইন ৩৫/৩, তোফায়েল ২৪/২)
ফল: গাজী গ্রুপ ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তোফায়েল আহমেদ
Discussion about this post