ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার ভিন্নভাবে পথচলা শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল)। স্থানীয় ক্রিকেটারদের অনেকদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে আরেকটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়েই মাঠে গড়াবে লিগ।
সোমবার থেকে শুরু হচ্ছে লিগের টি-টুয়েন্টি লড়াই। দুপুর সাড়ে ১২টায় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টি-টুয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ও খেলাঘর। চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১২টি ক্লাব অংশ নিচ্ছে টুর্নামেন্টে।
দেশের ক্রিকেটারদের বেশি করে টি-টুয়েন্টিতে মানিয়ে নিতেই এ টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছেন- ম্যাচগুলো টি-টুয়েন্টির মর্যাদাও পেয়েছে।
প্রিমিয়ার ক্রিকেট লিগের ১২ দলকে চার গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট। ৩ মার্চ ফাইনালের মাধ্যমে শেষ হবে এ আসর। ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। প্রতি গ্রুপের শীর্ষ দল উঠবে সেমিফাইনালে। ১ মার্চ হবে দুটি সেমিফাইনাল। ৩ মার্চ ফাইনাল। আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
ঢাকা প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড রয়েছে এ গ্রুপে। তাদের সঙ্গী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। সহজ গ্রুপ রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বি গ্রুপে দলটির সঙ্গী খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব।
কঠিন গ্রুপে পড়েছে ফেভারিট লিজেন্ডস অব রূপগঞ্জ। সি গ্রুপে দলটির প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গত আসরের চমক দেখানো দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ডি গ্রুপে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে রয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
Discussion about this post