সন্তানের মুখ দেখে ফের বাংলাদেশের পথে আছেন অ্যালিস্টার কুক। ঢাকা নয়, প্রথম টেস্টের ভেন্যু শহর চট্টগ্রামে সরাসরি যাবেন ইংল্যান্ড অধিনায়ক। যদিও দুবাই হয়ে বন্দরনগরীতে পা দিয়ে অনুশীলনের সুযোগ নাও মিলতে পারে কুকের। প্রস্তুতি ছাড়াই নামতে হতে পারে সিরিজের প্রথম টেস্টে। যেটি শুরু হবে ২০ অক্টোবর।
বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার এই টেস্ট দিয়েই অধিনায়ক অ্যালিস্টার কুক গড়বেন অনন্য এক রেকর্ড। দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডটির নিজের করে নেবেন তিনি।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৩৩টি টেস্ট খেলেছেন কুক। যৌথভাবে তিনি রয়েছেন অ্যালেক স্টুয়ার্টের পাশে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস করতে নামলেই সাবেক এই ইংলিশ তারকা ক্রিকেটারকে টপকে যাবেন তিনি।
অবশ্য এমন রেকর্ড গড়া কুকের জন্য নতুন নয়। এর আগে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৯ ও ১০ হাজার রান ক্লাবে প্রবেশ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। একইসঙ্গে টেস্ট সেঞ্চুরিতেও তিনি দেশসেরা। করেছেন ২৯টি শতক। কেভিন পিটারসেনের ২৩টি সেঞ্চুরি করে আছেন এরপরই।
ইংলিশদের হয়ে শততম টেস্ট খেলা ক্লাবে আরেকজন প্রবেশের অপেক্ষায়। দলে জায়গা পেলে স্টুয়ার্ট ব্রড এই কীর্তি গড়বেন। কুক-জেমস অ্যান্ডারসন রয়েছেন অভিজাত এই ক্লাবে।
Discussion about this post