চলতি বছরের মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন তিনি। তবে মেয়াদে খুব বেশি সময় বাকি নেই বর্তমান পরিচালনা পর্ষদের, সামনে নির্বাচন নিয়ে চলছে আলোচনা।
অনেকে জানতে চাইছেন, পরবর্তী নির্বাচনে আবারও বিসিবি সভাপতি হিসেবে দেখা যাবে কি না বুলবুলকে। এ প্রসঙ্গে গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন-সবকিছু তাঁর নিয়ন্ত্রণে নেই।
বুলবুল বলেন, ‘অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে। আমি এখানে হঠাৎ করে এসেছি, দেশের জন্য সবকিছু ছেড়ে একটা দায়িত্ব নিয়েছি। যতদিন সম্ভব কাজ করে যাব। এরপর কী হবে, সেটা আমার হাতে নেই।’
বিসিবির কাঠামো অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হয়ে প্রথমে বোর্ড পরিচালক হতে হবে, এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচন হয়। সেটিই এখন নির্ধারণ করবে বুলবুলের ভবিষ্যৎ। এ বিষয়ে তিনি যোগ করেন, ‘আমি ও ফাহিম ভাই এনএসসির কাউন্সিলর। আগে এনএসসি আমাকে কাউন্সিলর করবে কি না সেটা দেখতে হবে। তারপর নতুন বোর্ড আসবে, তারা ঠিক করবে কে সভাপতি হবে। এখন এগুলো অনেক দূরের বিষয়। আমি শুধু আমার দায়িত্বের কাজেই মনোযোগ রাখছি।’
নির্বাচন ও ভবিষ্যতের সমীকরণ নিয়ে ভাবনার চেয়ে বর্তমান দায়িত্ব পালনেই ফোকাস করতে চান বিসিবি সভাপতি বুলবুল।
Discussion about this post