বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের উত্তেজনা শেষে বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। এমন কী ক্রিকেটপ্রেমীরাও বিশ্রামের সুযোগ পাবেন না। ফিরে আসছে ফের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ৪ নভেম্বর শুরু ২০ ওভারের এই চার-ছক্কার লড়াই।
চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংসের খেলা দিয়ে ৪ নভেম্বর শুরু বিপিএলের চতুর্থ আসর। খসড়া সূচি হয়েও গেছে। যা সোমবার মিডিয়াতেও এসেছে।
যদিও এই সূচি চূড়ান্ত নয়। কিছুটা পরিবর্তনের ইঙ্গিতও মিলেছে। চলুন দেখে নেই সেই খসড়া সূচি।
বিপিএলের খসড়া সূচি–
| তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
| ৪-১১-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস | ঢাকা |
| ৪-১১-২০১৬ | ৭:০০ | রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস | |
| ৫-১১-২০১৬ | ২:৩০ | চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস | ঢাকা |
| ৫-১১-২০১৬ | ৭:০০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস | ঢাকা |
| ৬-১১-২০১৬ | ২:৩০ | রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস | ঢাকা |
| ৬-১১-২০১৬ | ৭:০০ | বরিশাল বুলস ও খুলনা টাইটানস | ঢাকা |
| ৮-১১-২০১৬ | ২:৩০ | ঢাকা ডাইনামাইটস ও বরিশাল বুলস | ঢাকা |
| ৮-১১-২০১৬ | ৭:০০ | চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ঢাকা |
| ৯-১১-২০১৬ | ২:৩০ | খুলনা টাইটানস ও রাজশাহী কিংস | ঢাকা |
| ৯-১১-২০১৬ | ৭:০০ | রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
| ১১-১১-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস | ঢাকা |
| ১১-১১-২০১৬ | ৭:০০ | খুলনা টাইটানস ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
| ১২-১১-২০১৬ | ২:৩০ | ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস | ঢাকা |
| ১২-১১-২০১৬ | ৭:০০ | রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস | ঢাকা |
| ১৩-১১-২০১৬ | ২:৩০ | বরিশাল বুলস ও রাজশাহী কিংস | ঢাকা |
| ১৩-১১-২০১৬ | ৭:০০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস | ঢাকা |
| ১৭-১১-২০১৬ | ২:৩০ | চিটাগাং ভাইকিংস ও ঢাকা ডাইনামাইটস | চট্টগ্রাম |
| ১৭-১১-২০১৬ | ৭:০০ | বরিশাল বুলস ও রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ১৮-১১-২০১৬ | ২:৩০ | চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস | চট্টগ্রাম |
| ১৮-১১-২০১৬ | ৭:০০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ১৯-১১-২০১৬ | ২:৩০ | ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস | চট্টগ্রাম |
| ১৯-১১-২০১৬ | ৭:০০ | চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস | চট্টগ্রাম |
| ২১-১১-২০১৬ | ২:৩০ | ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস | চট্টগ্রাম |
| ২১-১১-২০১৬ | ৭:০০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস | চট্টগ্রাম |
| ২২-১১-২০১৬ | ২:৩০ | খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ২২-১১-২০১৬ | ৭:০০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস | চট্টগ্রাম |
| ২৫-১১-২০১৬ | ২:৩০ | রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস | ঢাকা |
| ২৫-১১-২০১৬ | ৭:০০ | বরিশাল বুলস ও খুলনা টাইটানস | ঢাকা |
| ২৬-১১-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস ঢাকা | ঢাকা |
| ২৬-১১-২০১৬ | ৭:০০ | খুলনা টাইটানস ও রাজশাহী কিংস | ঢাকা |
| ২৭-১১-২০১৬ | ২:৩০ | বরিশাল বুলস ও ঢাকা ডাইনামাইটস | ঢাকা |
| ২৭-১১-২০১৬ | ৭:০০ | রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
| ২৯-১১-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস | ঢাকা |
| ২৯-১১-২০১৬ | ৭:০০ | খুলনা টাইটানস ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
| ৩০-১১-২০১৬ | ২:৩০ | রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস | ঢাকা |
| ৩০-১১-২০১৬ | ৭:০০ | বরিশাল বুলস ও রাজশাহী কিংস | ঢাকা |
| ০২-১২-২০১৬ | ২:৩০ | রংপুর রাইডার্স ও বরিশাল বুলস | ঢাকা |
| ০২-১২-২০১৬ | ৭:০০ | ঢাকা ডাইনামাইটস ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
| ০৩-১২-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস | ঢাকা |
| ০৩-১২-২০১৬ | ৭:০০ | রাজশাহী কিংস ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
| ০৪-১২-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স | ঢাকা |
| ০৪-১২-২০১৬ | ৭:০০ | ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস | ঢাকা |
| ০৬-১২-২০১৬ | ২:৩০ | এলিমিনেটর | ঢাকা |
| ০৬-১২-২০১৬ | ৭:০০ | প্রথম কোয়ালিফায়ার | ঢাকা |
| ০৮-১২-২০১৬ | ৭:০০ | সেমিফাইনাল | ঢাকা |
| ১০-১২-২০১৬ | ৬:৩০ | ফাইনাল | ঢাকা |









Discussion about this post