ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ জয়ের পর থেকেই প্রশংসায় ভাসছেন বেন স্টোকস। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে জয়ের নায়ক তো তিনিই। তার হাত ধরেই এসেছে বিশ্বকাপের প্রথম শিরোপা। ৫ চার ও ২ ছক্কায় ৯৮ বলে ৮৪ রানে অপরাজিত ছিলেন স্টোকস। তার ব্যাটেই ম্যাচ টাই করে ইংল্যান্ড। এরপর সুপার ওভারেও স্কোর টাই হলে বেশি বাউন্ডারি হাঁকানোতে ট্রফি জেতে স্বাগতিকরা।
সদ্য শেষ বিশ্বকাপে বেন স্টোকস ১০ ইনিংসে করেছেন ৪৬৫ রান। হাফসেঞ্চুরি ৫টি৷ ব্যাটিং গড় ৬৬.৪২! সঙ্গে বল হাতে নিয়েছেন ৭ উইকেট। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের দৌড়েও ছিলেন তিনি।
এই অর্জনের পথ ধরে এবার গুঞ্জন-নাইটহুড সম্মানে ভূষিত হতে যাচ্ছেন বেন স্টোকস। দেশের হয়ে নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্রিটিশ রাজ পরিবার দিয়ে থাকে এই সম্মান। বলা হচ্ছে কিউইদের বিপক্ষে জয়ের নায়ক স্টোকস পেতে যাচ্ছেন স্যার উপাধি!
ইংলিশ ক্রিকেটে নাইটহুড উপাধি বিরল নয়। এর আগেও ১১ ক্রিকেটার পেয়েছেন স্যার উপাধি। সব শেষ ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক নাইট উপাধি পেয়েছেন।
ইংল্যান্ডের ছাড়াও স্যার ডন ব্র্যাডম্যান, রিচার্ড হ্যাডলি, গ্যারি সোবার্স, ফ্র্যাঙ্ক ওরেল, ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিরাও পেয়েছেন নাইট হুড উপাধি।
Discussion about this post