প্রথম ওয়ানডের হতাশাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে যেন অন্য চেহারায় মাঠে নামে বাংলাদেশ। আজ কলম্বোতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে দারুণভাবে সিরিজে ফিরেছে মেহেদী হাসান মিরাজের দল। ব্যাট হাতে ইমনের ফিফটি আর বল হাতে তানভির ইসলামের ৫ উইকেটের ঝলকে রঙিন হলো টাইগারদের দিন।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারী বাংলাদেশের। দ্রুত ফিরে যান আগের ম্যাচের ফিফটি করা তানজিদ হাসান তামিম। এরপর ইমন ও শান্ত কিছুটা স্থিতি আনেন, তবে শান্ত থেমে যান ১৪ রানে। ইমন তুলে নেন ৬৯ বলে ৬৭ রানের কার্যকর ইনিংস। হৃদয় খেলেন ৫১ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস এবং শেষদিকে তানজিম সাকিবের ২১ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে ২৪৮ রান।
লঙ্কানদের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আসিথা ফার্নান্দো (৪/৩৫) এবং হাসারাঙ্গা (৩/৬০)।
বাংলাদেশের ২৩৯ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু পায়নি স্বাগতিক শ্রীলঙ্কা। যদিও মেন্ডিস (২০ বলে ৫৬) ও লিয়ানাগে (৮৫ বলে ৭৮) প্রতিরোধ গড়েন, তবুও মিডল অর্ডারে তানভির ইসলামের ঘূর্ণি আক্রমণে পড়ে ছন্দপতন। মাত্র দ্বিতীয় ওয়ানডেতে ৮ ওভারে ৫ উইকেট নিয়ে ম্যাচের রঙ পাল্টে দেন তিনি।
মুস্তাফিজের বলে লিয়ানাগে ফেরার পর দ্রুতই চূড়ান্ত পতন ঘটে লঙ্কান ইনিংসের। ৪৮.৫ ওভারে ২৩২ রানেই থেমে যায় তাদের ইনিংস!
আগের ম্যাচে অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেই ৫ উইকেট—তানভির ইসলাম যেন বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পিন অস্ত্র। কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, থিকশানা—সকলেই তার শিকারে পরিণত হন।
বাংলাদেশের বাকি উইকেট ভাগাভাগি করেন মিরাজ, মুস্তাফিজ, তানজিম এবং শামীম।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২৪৮ (পারভেজ ৬৭, হৃদয় ৫১, তানজিম ৩৩*, জাকের ২৪, শামীম ২২; আসিতা ৪/৩৫, হাসারাঙ্গা ৩/৬০, আসালাঙ্কা ১/২৪, চামিরা ১/৩৭)।
শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২৩২ (লিয়ানাগে ৭৮, মেন্ডিস ৫৬, কামিন্দু ৩৩; তানভীর ৫/৩৯, তানজিম ২/৩৪, শামীম ১/২২, মিরাজ ১/৩৭, মোস্তাফিজ ১/৫৬)।
ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তানভীর ইসলাম।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১–১–এ সমতা।
Discussion about this post