বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের টিকিট ব্যাংকে এবার টিকিট মিলছে না। বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টিকিট পাওয়া যাবে অনলাইনে। সহজ ডটকম নামের একটি ওয়েবসাইট টিকিট বিক্রির স্বত্ব কিনে নিয়েছে।
জানা গেল টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।
সিরিজের পূর্ব স্ট্যান্ডের টিকিটের মূল্য সর্বনিম্ন ১০০ টাকা ধার্য করা হয়েছে। আর সর্বোচ্চ ১০০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের (উত্তর/দক্ষিণ) টিকিট। এছাড়া শহীদ মুস্তাক/জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা ও উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ১৫০ টাকা।
প্রতিষ্ঠানটির অনলাইনে থেকে পাওয়া যাচ্ছে টিকিট। ভোটার আইডি কার্ড কিংবা ফটো আইডি কার্ডের মাধ্যমে একজন সর্বোচ্চ তিনটি টিকিট কিনতে পারছেন। বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির মিডিয়া সেন্টারে এই তথ্যগুলো দেন সহজ ডটকমের মার্কেটিং ডিরেক্টর মালিহা কাদির।
ঢাকায় লোটোর সাতটি আউটলেটকে পিকআপ পয়েন্ট হিসেবে নির্ধারিত করেছে সহজ ডটকম। সেখানে মোবাইল ফোন নম্বর ও আইডি কার্ড দেখে টিকিট তুলে দেয়া হবে সেই ক্রিকেটপ্রেমীর হাতে। অনলাইন ছাড়াও ম্যাচের দিন আউটডোর স্টেডিয়াম থেকে টিকিট কাটতে পারবেন দর্শকরা।
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিম কিটস, বেভারেজ, পানীয় ও টিকিট পার্টনার ঘোষণা করা হয়েছে। সিরিজে দলের কিটস পার্টনার মিনা বাজার, বেভারেজ পার্টনার প্রাণ আপ, অফিসিয়াল পানীয় ফ্রেশ ড্রিংকিং ওয়াটার ও টিকিট পার্টনার সহজ ডটকম।
মিরপুরের হোম অব ক্রিকেটে সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, মিনা বাজারের সিইও শাহীন খান, সহজ ডটকমের সিইও মালিহা কাদির, মুন্সি এন্টারপ্রাইজ লিমিটেডের হেড অব বিজনেজ নাঈম ইয়াকুব, মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) আসিফ ইকবাল ও প্রাণ বেভারেজের প্রধান নির্বাহী (সিইও) আনিসুর রহমান।
বাংলাদেশ আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ২৫ সেপ্টেম্বর। পরের দুটি ওয়ানডে ম্যাচ ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। সবগুলো দিবা-রাত্রির ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।
Discussion about this post