এবার একটু অভিনব কায়দায় ঘোষণা করা হলো বাংলাদেশ নারী বিশ্বকাপ দল। ২০২৪ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এক ভিডিও বার্তায় ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা সেই ভিডিওতে জানান কারা আছেন-বাংলাদেশের নারী বিশ্বকাপ দলে। ১০টি দেশের ১০ প্রবাসী বাংলাদেশি ১৫ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন। ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে ছিলেন বাংলাদেশের পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুভকামনা জানান।
ঘোষিত দলে নতুন মুখ শুধু তাজ নেহার। জাতীয় দলেই প্রথমবার ডাক পেলেন তিনি। দলে ফিরলেন সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন ও সাথি রানি। তবে বাদ রুমানা আহমেদ।
৩ অক্টোবর শারজায় উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ ইংল্যান্ড (৫ অক্টোবর), ওয়েস্ট ইন্ডিজ (১০ অক্টোবর) ও দক্ষিণ আফ্রিকা, ১২ অক্টোবর।
বাংলাদেশের বিশ্বকাপ
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথি রানি ও দিশা বিশ্বাস
নতুন মুখ: তাজ নেহার
দলে ফিরেছেন: সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, সাথি রানি, দিশা বিশ্বাস
বাদ: রুমানা আহমেদ, রুবাইয়া হায়দার, শরিফা খাতুন, ইশমা তানজিম, সাবিকুন নাহার
Discussion about this post