সদ্য শেষ হওয়া বছরে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে সফল দলের একটি ছিল বাংলাদেশ। ১৮ ওয়ানডে ম্যাচের ১৩টিতেই জয়! কিন্তু সেই টাইগাররা এ বছর হাতেগোনা কয়েকটি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবে।
চলতি বছরের অক্টোবর পর্যন্ত কোন ওয়ানডে ম্যাচ নেই মাশরাফি বিন মুর্তজাদের। সেই অভাবটা পুষিয়ে নিতে এবার শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সাত নম্বরে থাকা দলটি ৫০ ওভারের ক্রিকেটে শ্রেষ্টত্ব ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। বলা দরকার ২০১৬ সালে বাংলাদেশের মাত্র ৬টি ওয়ানডে ম্যাচ রয়েছে। ৩টি ইংল্যান্ডের বিপক্ষে। বাকি তিনটির প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
সব কিচু ঠিক থাকলে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে দেখা যেতে পারে শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেট সিরিজ। যাতে শুদু ওয়ানডে নয়, টেস্ট এবং টি-টুয়েন্টির প্রস্তাবও থাকছে।
Discussion about this post