এক রানে হারের সেই সেই ব্যথা মিলিয়ে যায় নি এখনো। ৩ বলে ২ রান তুলতে না পারা সেই ম্যাচ নিয়ে শুরু হল নতুন গুঞ্জন। টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই হার সন্দেহের চোখে দেখছেন পাকিস্তানী সাবেক ক্রিকেটার তৌসিফ আহমেদ।
তিনি বলেন, ‘দেখুন বাংলাদেশ ও ভারত ম্যাচের ফলাফল সন্দেহজনক। এ কারণেই আমি বলবো আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের ওই ম্যাচ তদন্ত করা উচিত।’
তার মতে ম্যাচের শেষটা দেখে সন্দেহ হচ্ছে। পাকিস্তানের পক্ষে ৩৪ টেস্ট ও ৭০ ওয়ানডে খেলা সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যেভাবে এই ম্যাচ শেষ হয়েছে তা আমার কাছে মোটেও ভালো মনে হয়নি। আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের ওই ম্যাচ তদন্ত করা উচিত।’
তাম মতে। ম্যাচটা জিতত বাংলাদেশ। বলছিলেন ‘আসলে শেষ ওভারে বাংলাদেশ ম্যাচটা ভারতকে যেভাবে উপহার দিল, তাতে ক্রিকেটের কোনো যুক্তি খুঁজে পাই না।’
বাছাই পর্ব টপকে সুপার টেনে উঠা বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে শনিবার দেশে ফিরেছে।
Discussion about this post