দীর্ঘ এক মাস তিন দিনের সফর শেষে বুধবার ঢাকা ছাড়ল ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে-টেস্ট দুটো সিরিজেই অপরাজিত থাকল দলটি। ওয়ানডেতে ২-১ এ জয়। টেস্টে ১-১ সমতা। সাফল্যের তৃপ্তির নিয়ে ফেরার আগে বাংলাদেশকে ধন্যবাদ জানালেন দলটির সিনিয়র ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড। টুইটারে- বাংলাদেশকে ধন্যবাদ জানান এই পেসার।
সফরকারীদের সার্বক্ষণিক নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়ায় জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করলেন বাঁহাতি এই ইংলিশ পেসার।
টুইটারে ব্রড লিখেন, ‘ধন্যবাদ বাংলাদেশ। সফরে প্রতিটি মুহুর্তে এদেশের নিরাপত্তা দল আমাদেরকে নিচ্ছিদ্র নিরাপত্তা দিয়েছেন। আমরা অনেক খুশি। আপনারদের অসংখ্য ধন্যবাদ।’
যদিও এই সফর নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। গুলশানে হলি আর্টজান হামলার পর নিরাপত্তার কারণ দেখিয়ে আসতে চায়নি ইংলিশরা। অধিনায়ক ওয়েন মর্গান সরিয়ে নেন সফর থেকে। তবে সেই শঙ্কা কাটিয়ে বাংলাদেশের ইংল্যান্ড সফর অনেকটা অনিশ্চতায় পড়েছিল। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় আসে দলটি।
পুরো সফরে নির্বিঘ্নে এদেশে ছিল ইংল্যান্ড। সফরে থাকার সময় এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মঈন আলিসহ বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটার। এমন কী ইংলিশ মিডিয়াতেও ছিল এনিয়ে বন্দনা।
Discussion about this post