আগের ম্যাচে রীতিমতো রুদ্ধশ্বাস ছড়িয়ে জিতেছিল বাংলাদেশ। দশ মাসেরও বেশি সময় পর খেলতে নেমে ৭ রানের সেই জয়ে অবশ্য অন্য এক তৃপ্তি ছিল। কিন্তু এবার যে কোন সন্তুষ্টির জায়গা নেই। সেই আফগানিস্তানের কাছে হেরেই গেল বাংলাদেশ। টানা ৫ ওয়ানডে সিরিজ জেতা টাইগারদের মাটিতে নামিয়ে আনল যুদ্ধ বিধ্বস্ত দেশটি। ২ বল বাকী থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে নিল আফগানিস্তান। সর্বশেষ ২০১৪ সালে ফতুল্লায় টাইগারদের হারিয়েছিল তারা।
এই হারে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের শততম জয়ের আনন্দ উৎসবটাও পিছিয়ে গেল। ওয়ানডে ক্রিকেটে ৩১৪ ম্যাচে ৯৯ জয় পেয়েছে টাইগাররা।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতেন আসগার স্টানিজাই। আফগানিস্তান অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ে পাঠান মাশরাফিদের। ৪৯.২ ওভারে অলআউট হয়ে টাইগাররা তুলে ২০৮ রান। জবাব দিতে নেমে ৪৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান তুলে ম্যাচ জিতে আফগানরা।
তবে ম্যাচটা স্মরণীয় হয়ে থাকল মোসাদ্দেক হোসেন সৈকতের। অপরাজিত ৪৫ রানের পর বল হাতে ২ উইকেট নিলেও দলকে জেতাতে পারেন নি তিনি। অভিষেক ম্যাচ খেলতে নামা এই ক্রিকেটার প্রথম বলেই নেন উইকেট। যা কীনা দেশের হয়ে ইতিহাস। সাকিব আল হাসান নিয়েছেন ৪ উইকেট।
তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। ১ অক্টোবর তিন ও শেষ ওয়ানডে ম্যাচটি যারা জিতবে সিরিজ তাদেরই। অলিখিত ফাইনাল সেই দিবা-রাত্রির ম্যাচটিও হবে মিরপুরের শেরেবাংলায়।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪৯.২ ওভারে ২০৮/১০ (তামিম ২০, সৌম্য ২০, মাহমুদউল্লাহ ২৫, মুশফিক ৩৮, সাকিব ১৭, সাব্বির ৪, মোসাদ্দেক ৪৫*, মাশরাফি ২, তাইজুল ১০, তাসকিন ০, রুবেল ১০; রশিদ ৩/৩৫, নবি ২/১৬, আশরাফ ২/২৩, রহমত ১/৩০, নাভিন ১/৪৯)
আফগানিস্তান: ৪৯.৪ ওভারে ২১২/৮ (শাহজাদ ৩৫, মঙ্গল ১০, রহমত ০, শাহিদি ১৪, স্তানিকজাই ৫৭, নবি ৪৯, নাজিবুল্লাহ, রশিদ ৫, আশরাফ ৯*; দৌলত ৪*; সাকিব ৩/৪৭, মোসাদ্দেক ২/৩০, মাশরাফি ১/৩১, তাসকিন ১/৩২)
ফল: আফগানিস্তান ২ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: মোহাম্মদ নবি
Discussion about this post