বসন্তের প্রথম দিনটা স্মরণীয় করে রাখল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে তৃতীয় হয়েছে জুনিয়র টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গের পর লক্ষ্য ছিল তৃতীয় হওয়া। সেই টার্গেটে সফল মেহদী হাসান মিরাজের দল।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সহজ ম্যাচটা কঠিন করে জিতেছে জুনিয়র টাইগাররা। ম্যাচে ৪৮.৫ ওভারে ২১৪ রান করে শ্রীলঙ্কা। মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ জয় পায় ৩ বল বাকি থাকতে।
২১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে অবশ্য প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশের যুবারা। জাকির হাসান ফিরে যান শুন্য রানে। এরপর জয়রাজ শেখ এবং জাকির আলী গড়েন ৫৮ রানের জুটি। জয়রাজ ৫৪ বলে ২৬। জাকির ৩১।
এরপর নাজমুল হোসাইন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ গড়েন ৮৮ রানের দারুণ জুটি। ধারাবাহিকতা ধরে রেখে মিরাজ তুলেন টুর্নামেন্টের চতুর্থ হাফসেঞ্চুরি। যা কীনা রীতিমতো যুব ক্রিকেটে বিশ্বরেকর্ড। ৬৬ বল খেলে করেন ৫৩ রান। আর শান্ত ফিরে যান ৪০ রানে।
শফিউল হায়াতের ২১, মোহাম্মদ সাইফউদ্দীনের ১৯ ও অপরাজিত ৩১ রান করেন জাকের আলী।
এর আগে টস জেতা লঙ্কানদের ব্যাটিংয়ে স্বস্তি দেয়নি বাংলাদেশের বোলাররা। তারমধ্যে চারিথ আসালানকা করেন ৭৬ রান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন মিরাজ। দুই উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দীন এবং আব্দুল হালীম।
এমন নৈপন্যে ম্যাচসেরা মিরাজ। পুরো টুর্নামেন্ট সব মিলিয়ে মন্দ কাটেনি যুবাদের। এবারই প্রথম বাংলাদেশ পেয়েছিল সেমির টিকিট।
Discussion about this post