২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের পাশাপাশি শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক আসর শুরু হবে ৩০ সেপ্টেম্বর, চলবে ২ নভেম্বর পর্যন্ত। এবারের স্কোয়াডে এসেছে তিনটি পরিবর্তন-নতুন সুযোগ পেয়েছেন রুবাইয়া হায়দার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।
বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডে থাকা দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিম বাদ পড়েছেন মূল দল থেকে।
অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। তিনি আগেও টি-টোয়েন্টি খেললেও ওয়ানডেতে এটি হতে পারে তার প্রথম ম্যাচ।
মাত্র ১৭ বছর বয়সেই আবার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন অফ স্পিনার নিশিতা আক্তার। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে ছিলেন তিনি। এবার বিশ্বকাপের মঞ্চে আবার সুযোগ পেলেন।
এক বছরেরও বেশি সময় পর ওয়ানডে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। ২০২৪ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বিশ্বকাপ বাছাইপর্বের পর থেকে বাংলাদেশ নারী দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। এই দীর্ঘ বিরতির পর হঠাৎ বড় মঞ্চে নামা দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু ২ অক্টোবর, পাকিস্তানের বিপক্ষে। ২ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল।
নারী বিশ্বকাপের বাংলাদেশ দল
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।
Discussion about this post