ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের দিন পেসারদের নিয়ে কথা বলেছিলেন সাকিব আল হাসান। তার কেন দেশের মাঠে ম্যাচ উইনার হতে পারছে না সেই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন অধিনায়ক। রাত পোহাতেই দেখা গেল বাংলাদেশের একাদশে নেই কোন পেসার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে স্পিনারদের নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা।
টেস্ট অধিনায়কত্বের অভিষেকে বৃহস্পতিবার রশিদ খান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বোলিংয়ে বাংলাদেশ।
শেষ অব্দি ইঙ্গিতটাই সত্য হয়েছে-স্পিন নির্ভর উইকেট উইকেটের কৌশল বেছে নিয়েছে স্বাগতিকরা। এ কারণেই একাদশে নেই কোনো স্পেশালিস্ট পেসার।
সাকিব আল হাসানসহ টাইগারদের স্পেশালিস্ট স্পিনার রয়েছেন চারজন। পাশাপাশি স্পিন করতে পারবেন মাহমুদউল্লাহ রিয়াদ , মোসাদ্দেক হোসেন আর মুমিনুল হক। দেশের মাটিতে বাংলাদেশ গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পেশালিস্ট পেসার ছাড়াই নেমেছিল টেস্ট ম্যাচে।
এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কের নতুন রেকর্ড গড়লেন রশিদ খান। মাত্র ২০ বছর ৩৫০তম দিনে টেস্ট অধিনায়ক হিসেবে মাঠে নামলেন তিনি। তার আগে এই রেকর্ডটা ছিলো জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবুর। ২০ বছর ৩৫৮দিন বয়সে সাদা পোশাকে দেশের হয়ে টস করতে নেমেছিলেন তিনি।
আফগানিস্তান তাদের একাদশে স্পেশালিস্ট পেসার রেখেছেন একজনকে। তিনি ইয়ামিন আহমাদজাই। অভিষেক হচ্ছে স্পিনার জহির খান ও লেগ স্পিনার কাইস আহমেদের।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
আফগানিস্তান একাদশ
ইব্রাহিম জাদরান, ইহসানউল্লাহ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, আফসার জাজাই, রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমাদজাই, কাইস আহমেদ, জহির খান।
Discussion about this post