ইংল্যান্ডের সঙ্গে সিরিজের আগে প্রস্তুতি পর্বটা বেশ ভাল করেই নিতে পারছে বাংলাদেশ। সেই লড়াইয়ের আগে মাশরাফি-মুশফিকরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন আফাগানিস্তানের সঙ্গে। রোববার সেই সূচি প্রকাশ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে যুদ্ধবিধ্বস্ত এশিয়ার এই দেশটি।
রোববার রাতে বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করে আফগানিস্তান। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি বিসিবিকে ধন্যবাদ জানালেন আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মফিক স্তানিকজাই। বলেন, ‘আফগানিস্তান ক্রিকেট দলকে আতিথ্য দেয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অসংখ্য ধন্যবাদ।’
বলা দরকার, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতিটা বাড়িয়ে নিতেই এই আয়োজন। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে মাশরাফি-মুশফিকদের সঙ্গে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে ইংলিশরা।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ সময়সূচি :
তারিখ
২১ সেপ্টেম্বর আফগানিস্তান দল ঢাকা আসবে
২২ সেপ্টেম্বর অনুশীলন, মিরপুর
২৩ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ, মিরপুর
২৪ সেপ্টেম্বর অনুশীলন, মিরপুর
২৫ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে, মিরপুর
২৬ সেপ্টেম্বর রিজার্ভ ডে
২৭ সেপ্টেম্বর অনুশীলন, মিরপুর
২৮ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
২৯ সেপ্টেম্বর রিজার্ভ ডে
৩০ সেপ্টেম্বর অনুশীলন, মিরপুর
১ অক্টোবর তৃতীয় ওয়ানডে, মিরপুর
২ অক্টোবর রিজার্ভ ডে।
Discussion about this post