এরচেয়ে সুন্দর সূচনা বুঝি আর হতেই পারতো না। ফেভারিট সঙ্গে স্বাগতিক-দুটোই প্রথম ম্যাচে বুঝিয়ে দিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। আরেকটু সরাসরি বলা যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্রোতের বিপরীতে লড়লেন নাজমুল হোসেন শান্ত। আর ম্যাজিকেই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই যুবারা পেল বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানের দারুণ এক জয়।
বুধবার ম্যাচে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রান তুলে বাংলাদেশ। শান্তর ব্যাটে ৭৩ রানের লাগসই ইনিংস। এরপর জবাব দিতে নেমে মেহদী হাসান মিরাজের দলের সামনে পাত্তা পায় নি দক্ষিণ আফ্রিকা। ১৯৭ রানে শেষ সফরকারী দলটি। ৩টি করে উইকেট নিয়েছেন অধিনায়ক মিরাজ ও পেসার সাইফুদ্দিন। আর দুটি করে উইকেট নিলেন স্পিনার সাঈদ ও মাথার চোট কাটিয়ে উঠা সালেহ আহমেদ শাওন।
এর আগে টস জিতে জুনিয়র টাইগাররা দেখে শুনে খেলেছে। পিনাক ঘোষের ব্যাট থেকে আসে ৪৩ রান। ৪৬ করেন জয়রাজ শেখ। তবে শান্তর ব্যাট ছিল অশান্ত। ৮২ বলে তিনি করেন ৭৩ রান। তাতেই ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ তুলে বাংলাদেশ।
ইংল্যান্ডের হয়ে অবশ্য একজনই লড়লেন। তিনি ওপেনার লিয়াম স্মিথ। তিনি করেন ঠিক ১০০ রান। বাকীদের স্বস্তি দেয়নি জুনিয়র টাইগাররা।
Discussion about this post