বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে স্কুল পর্যায়ের ক্রিকেটকে নতুন করে সাজানো ছাড়া কোনো বিকল্প নেই। তার চোখে, স্কুল মাঠই আগামী দিনের তামিম, সাকিব, মুশফিক কিংবা রিয়াদের জন্মভূমি। তাই স্কুল ক্রিকেটকে কেন্দ্র করেই বিসিবির দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।
বুলবুলের মতে, ক্রিকেটকে শুধু রাজধানীমুখী না রেখে সারাদেশে ছড়িয়ে দেওয়া জরুরি। প্রতিটি জেলা যেন নিজস্ব ক্রিকেট সত্ত্বা গড়ে তোলে, উপজেলা থেকে উঠে আসা প্রতিভারা জেলা পর্যায়ে সুযোগ পায়- সেটিই তিনি চান। শুধু একটি দল নয়, প্রতিটি জেলা যেন হয়ে ওঠে পূর্ণাঙ্গ ক্রিকেট পরিবার; যেখানে খেলোয়াড়দের পাশাপাশি থাকবে কোচ, ফিজিও, ট্রেইনারসহ আধুনিক সব সুবিধা।
আকরাম খান ও তার কমিটির কাজের প্রশংসা করে বিসিবি সভাপতি বলেন, ‘এটা আগে শুধু ভাবনার পর্যায়ে ছিল। আকরাম ও তার টিম সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে। আজকের উদ্যোগ অন্য জেলাতেও ছড়িয়ে পড়ুক- এটাই আশা।’
স্কুল ক্রিকেট নিয়েও তিনি রাখেন বিশেষ গুরুত্ব, ‘প্রথমে অনুশীলন, তারপর ম্যাচ-এই প্রক্রিয়াতেই প্রতিভারা উঠে আসে। ম্যাচ খেলার মাধ্যমে নতুন ট্যালেন্ট চেনা সম্ভব, তবে এখানেই কাজ শেষ নয়। আমাদের দায়িত্ব হবে তাদের ধরে রাখা, পরিচর্যা করা এবং জাতীয় দলে খেলার উপযোগী করে তোলা।’
বুলবুল স্পষ্ট করে দিয়েছেন, কেবল প্রতিযোগিতা নয়, স্কুল ক্রিকেট থেকে তৈরি হবে এক বিস্তৃত ক্রিকেট সংস্কৃতি।
Discussion about this post