বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধন নিয়ে গত কিছুদিন ধরেই ক্লাব অঙ্গন উত্তাল। শুরু হয়েছে তীব্র বিতর্ক। গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে গঠিত কমিটির প্রস্তাব, বিশেষ করে ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধি সংখ্যা কমানোর পরিকল্পনা, ক্লাবগুলোর তীব্র আপত্তির মুখে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে ক্লাবগুলো প্রথম বিভাগ ক্রিকেট লিগ বর্জনের ঘোষণা দেয়। ফলে নির্ধারিত সময়েও লিগ শুরু করা সম্ভব হয়নি।
আজ শনিবার বিসিবি পরিচালনা পর্ষদের সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা শেষে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু ও মাহবুব আনাম জানান, গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।
বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী, বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ সদস্যের। এর মধ্যে ঢাকার ক্লাবগুলো থেকে ১২ জন, জেলা ও বিভাগীয় পর্যায়ে ১০ জন, সাবেক ক্রিকেটার কোটা থেকে একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন প্রতিনিধি থাকেন। সংশোধনী প্রস্তাবে ঢাকার ক্লাব প্রতিনিধির সংখ্যা ১২ থেকে চার এবং কাউন্সিলর সংখ্যা ৭৬ থেকে কমিয়ে ৩০ করার সুপারিশ করা হয়।
প্রতিবেদন বোর্ড সভায় পেশ করার আগেই ফাঁস হয়ে যাওয়ায় ঢাকার ক্লাব সংগঠকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। ১৪ জানুয়ারি এক মতবিনিময় সভায় প্রিমিয়ার থেকে তৃতীয় বিভাগ পর্যন্ত ৬৭টি ক্লাব প্রতিবেদন প্রত্যাখ্যান করে। কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিমকে অপসারণের দাবি জানায়। সেই সঙ্গে বিসিবিকে ৩ দিনের আল্টিমেটামও দেয়।
দাবি পূরণ না হওয়ায় ক্লাবগুলো প্রথম বিভাগ লিগ বয়কটের ঘোষণা দেয়। ২০ জানুয়ারি লিগ শুরু হওয়ার কথা থাকলেও তা এখন স্থগিত। বিসিবির গঠনতন্ত্র সংশোধন প্রক্রিয়া যে পুরো ক্রিকেট কাঠামোকে এক সংকটে ফেলেছে সেটি স্পষ্ট।
Discussion about this post