জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে দুই সপ্তাহ হয়ে গেল। কিন্তু একজনও বিদেশি কোচের দেখা নেই। যার থাকা একান্ত জরুরি, সেই ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়নও আসেননি। বিদেশি ট্রেনারকে ছাড়াই চলছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প।
গুলশান ট্র্যাজেডি আর শোলাকিয়ায় জঙ্গি হামলার পর নিরাপত্তায় নিয়ে দারুণ উদ্বিগ্ন বাংলাদেশ জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা। তাইতো পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নানা অজুহাতে ঢাকায় আসতে দেরি করছেন তারা।
এবার অবশ্য সেই অনিশ্চয়তা কেটে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে এই আগস্টের প্রথম সপ্তাহে এসে যাবেন বিদেশি কোচরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমনটাই নিশ্চিত করেছে। বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বিদেশি কোচদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের ঢাকা আসা নিয়ে কোন শঙ্কা নেই। আশা করছি ৫ আগস্ট থেকে তারা কোচরা ঢাকায় আসা শুরু করবেন। সবকিছু ঠিক থাকলে ৭ আগস্টেও মধ্যে সব বিদেশি কোচিং স্টাফই রাজধানীতে এসে পৌঁছাবেন।’
হেড কোচ চন্দিকা হাতুরুসিংহে, রুয়ান কালাপেগে, মারিও ভিল্লাভারায়ন ও রিচার্ড হ্যালসল যোগ দিলে পুরোদমে অনুশীলন শুরু হবে মাশরাফি-মুশফিকদের। তাদের জন্য আলাদা নিরাপত্তা বলয় তৈরি করে দেয়ার পরিকল্পনাও চিন্তাও আছে বিসিবি কর্তাদের মাথায়। প্রয়োজনে গানম্যানও পাবেন কোচরা।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘বিদেশি কোচিং স্টাফরা যদি সেখানে থাকতে আগ্রহী হন, তাহলে আমরা একাডেমি ভবনেও তাদের আবাসনের ব্যবস্থা করে দেব। বাসায় সার্বক্ষণিক নিরাপত্তারক্ষী নিয়োগসহ সম্ভাব্য সব রকম নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।’
Discussion about this post