কথা রাখলেন মুশফিকুর রহীমরা। ২০১০ সালের পর ফের বাংলাদেশের হাতে ’ধবল ধোলাই’ নিউজিল্যান্ড। রোববার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে কিউইদের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা। এর অর্থ তিন ওয়ানডে ম্যাচের তিনটিতেই জিতল স্বাগতিকরা।
রোববার সকালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে কিউইদের ব্যাট করতে আমন্ত্রন জানান বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম। রস টেলরের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ৩০৭ রান। জবাবে ব্যাট করতে নেমে সেই বড় সংগ্রহ বাংলাদেশ ৪৯.২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে। একটুর জন্য শতরান মিস করলেন শামসুর রহমান। ৯৬ রানে ফিরে যান তিনি। নাইম ইসলাম ৬৩ রানে আউট। নাসির হোসেন করেন অপরাজিত ৪৪ রান।
এর আগে সাজঘরে ফিরে গেছেন জিয়াউর রহমান (২২ রানে), মমিনুল হক (৩২ রানে) এবং অধিনায়ক মুশফিকুর রহীম (২ রানে)। মাহমুদুল্লাহ আউট হন ১৬ রানে।
৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ১০১ রানের সময় জুটি বাধেন রস টেলর এবং কলিন মনরো। দু’জনই শক্ত অবস্থানে নিয়ে যান দলকে। টেলরের ব্যাট থেকে আসে ৯৩ বলে ১০৭ রান। এটি তার সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। দলে জায়গা পেয়ে কলিন করেন ৮৫ রান। এর আগে অ্যান্টন ডেভিচ ৪৬ এবং টম লাথাম ৪৩ রান করেন।
বাংলাদেশর পক্ষে দুটি উইকেট নেন মাহমুদুল্লাহ।
একটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন, সোহাগ গাজী এবং আব্দুর রাজ্জাক ।
এদিকে রোববার বাংলাদেশ দলে তামিম ইকবালের জায়গায় দলে খেলছেন জিয়াউর রহমান। নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ছিলেন না দলে। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন কাইলি মিলস।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩০৭/৫ (ডেভসিচ ৪৬, ল্যাথাম ৪৩, টেলর ১০৭*, মানরো ৮৫; মাহমুদুল্লাহ ২/৩৬, রুবেল ১/৩৮, রাজ্জাক ১/৫৭ সোহাগ ১/৬৭)
বাংলাদেশ: ৪৯.২ ওভারে ৩০৯/৬ (শামসুর ৯৬, জিয়া ২২, মুমিনুল ৩২, মুশফিকুর ২, নাঈম ৬৩, নাসির ৪৪*, মাহমুদুল্লাহ ১৬, সোহাগ ১১*; ম্যাকক্লেনাগান ২/৬৫, ডেভসিচ ১/৩৬)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শামসুর রহমান
সিরিজ: বাংলাদেশ ৩-০’তে জয়ী
সিরিজ সেরা: মুশফিকুর রহিম
http://youtu.be/oWgnxakjOrc
Discussion about this post